সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

- আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
- / 257
পুবের কলম, ওয়েবডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান। শুক্রবার জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ফুকুশিরো নুকাগাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জাপান সফর শেষ করে এবার ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পৌঁছল দক্ষিণ কোরিয়ার সিওলেতে। ভারতীয় দূতাবাসে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ত্রাস দমনে ভারতের পদক্ষেপের ব্যাপারে জানানো হয়।
ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে জাপানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক করেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সঙ্গেও। শনিবারই জাপানে অনাবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় পাকিস্তানের সন্ত্রাসবাদ মদত দেওয়ার অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের এই প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাবে।
এদিন সিওলেতে পৌঁছে অভিষেক সমাজমাধ্যমে লেখেন, ‘আমরা এখন সিওলে পৌঁছেছি, আমাদের সংকল্প দৃঢ়। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহস এবং দৃঢ়তার সঙ্গে গোটা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাবে।’
Shri @abhishekaitc, along with the all-party parliamentary delegation, arrived at the Embassy of India in Seoul.
The visit forms part of India’s ongoing global outreach to strengthen partnerships and reaffirm its uncompromising stance against terrorism. pic.twitter.com/7940f56gtm
— All India Trinamool Congress (@AITCofficial) May 25, 2025