০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে স্টাডি সেন্টার করল ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 24

সেখ কুতুবউদ্দিন: দূর শিক্ষার মাধ্যমে পড়াশোনার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। দেশের প্রতিটি রাজ্যে তিনটি করে রিজিওনাল সেন্টার চালু করেছে ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি (ইগনু)।

এবার বিদেশে থাকা পড়ুয়াদের সুবিধার্থে আরও স্টাডি সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে ইগনু কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কলকাতা রিজিওনের এক আধিকারিক পুবের কলমকে বলেন, বিভিন্ন দেশে মোট ২৩টি স্টাডি সেন্টার খোলা হয়েছে।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

সৌদি আরবেও স্টাডি সেন্টারে পঠনপাঠন চালু হয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

বিদেশের স্টাডি সেন্টারের গুরুত্ব প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, ইগনুতে পঠনপাঠনে দেশ-বিদেশের ছাত্রছাত্রীদের আগ্রহ রয়েছে। এ দেশ থেকে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন। তাদের উচ্চ শিক্ষার জন্য সেন্টার খোলা হয়েছে।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

তাছাড়া এখানে পড়াশোনা চলাকালীন কেউ দেশ-বিদেশের অন্যত্র চলে গেলে সেই দেশ বা রাজ্যের স্টাডি সেন্টারে স্থানান্তর করা যেতে পারে। এতে ওই পড়ুয়াদের পড়াশোনায় কোনও অসুবিধা হয় না।

সারা দেশে ইগনুর সেন্টার  রয়েছে ২০৪৭ টি। আঞ্চলিক কার্যালয় রয়েছে ৬৭টি  এ দেশে ২০২১ সালের রেজিস্ট্রশন অনুসারে জানুয়ারি এবং জুলাই সেশন অনুসারে ১৩ লক্ষ ১১ হাজার ৭২৩ ছাত্রছাত্রী এখানে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল। বিদেশে সেন্টার ২৩টি। বিদেশে মোট পড়ুয়া ২ হাজার।  ২৮১টি কোর্স করানো হয় এখানে।

দূরশিক্ষা প্রসঙ্গে ওই আধিকারিকের বক্তব্য, সাধারণ ক্যাটাগরির পড়াশোনার মতো সিলেবাস এক। পড়ুয়াদের উত্তীর্ণ হওয়ার পরই দেওয়া হয় সার্টিফিকেট। স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন কোর্স চালু রয়েছে এখানে।  করোনা পরিস্থিতির পর থেকে এখনও অনলাইনেই  পঠনপাঠন চলছে। পড়ুয়াদের ভর্তির পর প্রয়োজনীয় বইও  ইগনুর পক্ষ থেকে দেওয়া হয়।

বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কোর্সগুলিও  চালু করার প্রয়াস চালানো হচ্ছে। আগামীতে আরও কোর্স ইগনুতে চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদি আরবে স্টাডি সেন্টার করল ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

সেখ কুতুবউদ্দিন: দূর শিক্ষার মাধ্যমে পড়াশোনার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। দেশের প্রতিটি রাজ্যে তিনটি করে রিজিওনাল সেন্টার চালু করেছে ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি (ইগনু)।

এবার বিদেশে থাকা পড়ুয়াদের সুবিধার্থে আরও স্টাডি সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে ইগনু কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কলকাতা রিজিওনের এক আধিকারিক পুবের কলমকে বলেন, বিভিন্ন দেশে মোট ২৩টি স্টাডি সেন্টার খোলা হয়েছে।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

সৌদি আরবেও স্টাডি সেন্টারে পঠনপাঠন চালু হয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

বিদেশের স্টাডি সেন্টারের গুরুত্ব প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, ইগনুতে পঠনপাঠনে দেশ-বিদেশের ছাত্রছাত্রীদের আগ্রহ রয়েছে। এ দেশ থেকে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন। তাদের উচ্চ শিক্ষার জন্য সেন্টার খোলা হয়েছে।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

তাছাড়া এখানে পড়াশোনা চলাকালীন কেউ দেশ-বিদেশের অন্যত্র চলে গেলে সেই দেশ বা রাজ্যের স্টাডি সেন্টারে স্থানান্তর করা যেতে পারে। এতে ওই পড়ুয়াদের পড়াশোনায় কোনও অসুবিধা হয় না।

সারা দেশে ইগনুর সেন্টার  রয়েছে ২০৪৭ টি। আঞ্চলিক কার্যালয় রয়েছে ৬৭টি  এ দেশে ২০২১ সালের রেজিস্ট্রশন অনুসারে জানুয়ারি এবং জুলাই সেশন অনুসারে ১৩ লক্ষ ১১ হাজার ৭২৩ ছাত্রছাত্রী এখানে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল। বিদেশে সেন্টার ২৩টি। বিদেশে মোট পড়ুয়া ২ হাজার।  ২৮১টি কোর্স করানো হয় এখানে।

দূরশিক্ষা প্রসঙ্গে ওই আধিকারিকের বক্তব্য, সাধারণ ক্যাটাগরির পড়াশোনার মতো সিলেবাস এক। পড়ুয়াদের উত্তীর্ণ হওয়ার পরই দেওয়া হয় সার্টিফিকেট। স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন কোর্স চালু রয়েছে এখানে।  করোনা পরিস্থিতির পর থেকে এখনও অনলাইনেই  পঠনপাঠন চলছে। পড়ুয়াদের ভর্তির পর প্রয়োজনীয় বইও  ইগনুর পক্ষ থেকে দেওয়া হয়।

বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কোর্সগুলিও  চালু করার প্রয়াস চালানো হচ্ছে। আগামীতে আরও কোর্স ইগনুতে চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।