পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia earthquake)। রবিবার সকালের এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিন ভূমিকম্পের পর অন্তত ১৫টি আফটারশক অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। তবে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭। সুলাওয়েসি প্রদেশের পোসো জেলার উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলেই খবর।
এদিনের কম্পনের জেরে সেখানকার একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এই ভূমিকম্পের জেরে আর কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সেখানকার আধিকারিকরা।

































