ফের বাড়ছে সংক্রমণ, ১১ টি জেলা কে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর
- আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের লাল চোখ দেখাচ্ছে করোনার সংক্রমণ। গত ২ বছর ধরে জনজীবন ত্রস্ত হয়ে ওঠে কোভিড ১৯ এর দাপটে। ইতিমধ্যেই একদিনে রাজ্যে সংক্রমণ প্রায় তিন হাজার ছুঁয়েছে। রাজ্যের স্বাস্ব্যদফতরের প্রকাশিত প্রাত্যহিক করোনা বুলেটিন থেকে জানা যাচ্ছে ১১টি জেলার পরিস্থিতি ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। উল্লিখিত জেলা গুলির মধ্যে আছে নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা এবং উত্তর ২৪ পরগণা।
স্বাস্থ্যদপ্তরের শেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে। সেই তালিকার শীর্ষে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। সেখানকার পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে তা ২৩.৬৫ শতাংশ। যা রীতিমতো উদ্বেগজনক।
দার্জিলিংয়ের পজিটিভিটি রেট ১৯.০১ শতাংশ। এছাড়াও নদিয়া, কলকাতা, পূ্র্ব বর্ধমান, হাওড়া, পশ্চিম বর্ধমান, কালিম্পং-সহ বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও বাড়াচ্ছে আতঙ্ক। দৈনিক সংক্রমণের হার দশ শতাংশের নিচে রয়েছে মালদহ,জলপাইগুড়ি. বাঁকুড়া, হুগলি-সহ ৯ টি জেলায়।
যেকোনও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে। যথাযথ কোভিড বিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে