পুবের কলম, ওয়েবডেস্ক: সামনেই বাণিজ্য সম্মেলন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। শিল্প টানতে উদ্যোগী রাজ্য সরকার। সম্প্রতি উত্তরবঙ্গ সফর ফিরেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়কে আরও পর্যটনমুখী করতে বরাবরই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তথ্য প্রযুক্তি পার্ক গড়ে নিলেন তিনি। দার্জিলিং জেলার গারিধুরায় এই তথ্য প্রযুক্তি পার্ক গড়ে তোলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
ইতিমধ্যে দার্জিলিংয়ে তথ্যপ্রযুক্তি পার্ক গড়া নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, গারিধুরায় ১২ একর জমি রয়েছে। সেই জমি হাতে পেলেই শুরু হয়ে যাবে এই প্রকল্পের কাজ। এই পার্ক তৈরি হয়ে গেলে আট থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
ডাবগ্রামে একটি বড় জমিতে ক্ষুদ্রশিল্প পার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন তিনি। দিন ১৫ আগে সেই জমি হাতে পেয়েছে রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম। ওই ৩০ একর জমিতে এবার পরিকাঠামো গড়ার কাজ শুরু হতে চলেছে। মূলত চা, আসবাবপত্র, কাঠের বাসন ও বিভিন্ন ধরনের ক্ষুদ্রশিল্পের ইউনিট তৈরি হবে ডাবগ্রামের এই শিল্প তালুকে।
সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে মালদহ ও কোচবিহার থেকে আরও দু’টি করে বেসরকারি জমিতে শিল্পতালুক গড়ার প্রস্তাব এসেছে। জমিও চিহ্নিত করা হয়েছে। জেলাশাসকদের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে নবান্নের।
চলতি মাসেই রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। করোনা সংক্রমণের কারণে গত দু’বছর রাজ্যে এই শিল্প সম্মেলনে হয়নি। তার এবার বাণিজ্য সম্মেলন আয়োজনে সব রকম প্রস্তুতি জোরকদমে। তাই দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিনিয়োগ টানার বিশেষ উদ্যোগী রাজ্য সরকার।
































