২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না- নির্দেশ আদালতের

আবুল খায়ের
  • আপডেট : ২০ মে ২০২৪, সোমবার
  • / 30

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশজুড়ে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। বাংলার সাতটি আসনেও চলছে ভোট পর্ব। এরইমধ্যে সোমবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল পদ্ম শিবির। পাশাপাশি নির্বাচন কমিশনকেও তিরস্কার করেছে আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এ দিন বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপমানজনক কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওরকম কোনও বিজ্ঞাপন প্রকাশ করার ক্ষেত্রে বিজেপির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

সেইসঙ্গে ওই ঘটনায় নির্বাচন কমিশনকেও তুমুল ভর্ৎসনা করেছে হাইকোর্ট। কড়া ভাষায় বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন যে তৃণমূলের অভিযোগের পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির সমাধান করতে ‘চূড়ান্ত ব্যর্থ’ হয়েছে কমিশন। আদালতের এই মন্তব্যের পর কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশনের নামের শেষে ‘ঘুমন্ত’ যোগ করে নেওয়া উচিত।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না- নির্দেশ আদালতের

আপডেট : ২০ মে ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশজুড়ে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। বাংলার সাতটি আসনেও চলছে ভোট পর্ব। এরইমধ্যে সোমবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল পদ্ম শিবির। পাশাপাশি নির্বাচন কমিশনকেও তিরস্কার করেছে আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এ দিন বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপমানজনক কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওরকম কোনও বিজ্ঞাপন প্রকাশ করার ক্ষেত্রে বিজেপির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

সেইসঙ্গে ওই ঘটনায় নির্বাচন কমিশনকেও তুমুল ভর্ৎসনা করেছে হাইকোর্ট। কড়া ভাষায় বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন যে তৃণমূলের অভিযোগের পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির সমাধান করতে ‘চূড়ান্ত ব্যর্থ’ হয়েছে কমিশন। আদালতের এই মন্তব্যের পর কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশনের নামের শেষে ‘ঘুমন্ত’ যোগ করে নেওয়া উচিত।