১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারনেট বিভ্রাট,  পিছল SSC- গ্রুপ-ডি মামলার শুনানি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 54

পুবের কলম প্রতিবেদকঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। কিন্তু এদিন ইন্টারনেট বিভ্রাটের কারণে, পিছিয়ে গেল শুনানি। কলকাতা হাইকোর্টে অনলাইনেই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারনেট বিভ্রাট দেখা দেয়।

 

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

সোমবার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মামলাই নয়, আরও অনেক মামলার অনলাইন শুনানিও এদিন ব্যাহত হয়। জানা গিয়েছে, পরবর্তী শুনানির ঠিক হয়েছে আগামী সোমবার। অর্থাৎ ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফের শুনানি হবে।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

 

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

প্রসঙ্গত, এসএসসির গ্রুপ-ডি নিয়োগের দুর্নীতি নিয়ে নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একটি মামলা চলছে। সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের জন্য রায় দিয়েছিল।

 

সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ২৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পৃথক মামলা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, তাঁদের কথা না শুনেই সিঙ্গল বেঞ্চ বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করে ২৯ নভেম্বর। এই সোমবার এই মামলার শুনানির দিন ঠিক করেছিল।

 

সূত্রের খবর, এদিন এসএসসি নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলারও শুনানি ছিল ডিভিশন বেঞ্চে। গত ২৫ নভেম্বর ৫৪২জনের বেতন বন্ধ করার ভার এসএসসির উপর চাপিয়ে আরও একটি নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। গ্রুপ-ডি পদে এই ৫৪২ জনের নিয়োগেও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে তাদের নিয়োগ করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

সোমবার দুটি মামলারই শুনানি ছিল। শেষমেশ ইন্টারনেট সমস্যায় শুনানি হয়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্টারনেট বিভ্রাট,  পিছল SSC- গ্রুপ-ডি মামলার শুনানি

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। কিন্তু এদিন ইন্টারনেট বিভ্রাটের কারণে, পিছিয়ে গেল শুনানি। কলকাতা হাইকোর্টে অনলাইনেই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারনেট বিভ্রাট দেখা দেয়।

 

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

সোমবার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মামলাই নয়, আরও অনেক মামলার অনলাইন শুনানিও এদিন ব্যাহত হয়। জানা গিয়েছে, পরবর্তী শুনানির ঠিক হয়েছে আগামী সোমবার। অর্থাৎ ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফের শুনানি হবে।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

 

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

প্রসঙ্গত, এসএসসির গ্রুপ-ডি নিয়োগের দুর্নীতি নিয়ে নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একটি মামলা চলছে। সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের জন্য রায় দিয়েছিল।

 

সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ২৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পৃথক মামলা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, তাঁদের কথা না শুনেই সিঙ্গল বেঞ্চ বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করে ২৯ নভেম্বর। এই সোমবার এই মামলার শুনানির দিন ঠিক করেছিল।

 

সূত্রের খবর, এদিন এসএসসি নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলারও শুনানি ছিল ডিভিশন বেঞ্চে। গত ২৫ নভেম্বর ৫৪২জনের বেতন বন্ধ করার ভার এসএসসির উপর চাপিয়ে আরও একটি নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। গ্রুপ-ডি পদে এই ৫৪২ জনের নিয়োগেও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে তাদের নিয়োগ করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

সোমবার দুটি মামলারই শুনানি ছিল। শেষমেশ ইন্টারনেট সমস্যায় শুনানি হয়নি।