০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় দর্শন নিয়ে ৪ দিনের শিবিরে আমন্ত্রণ তালিবান সরকারকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার
  • / 7

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ক্রমশ দহরম-মহরম বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের। এর দৃষ্টান্তস্বরূপ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক তালিবানদের আমন্ত্রণ জানিয়েছে ৪ দিনের ক্র্যাশ কোর্সে অংশগ্রহণ করার জন্য।

ভারতীয় সংস্কৃতি ও দর্শন সম্পর্কে একটি প্রশিক্ষণ কোর্সে যোগ দেওয়ার জন্য তালিবান সরকারের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি সরকার। ২০২১ সালে তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করলে কাবুলে ভারতের দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ২০২২-এর জুনে ফের সেটি চালু হয়। আফগানিস্তানকে মানবিক সহায়তার জন্য একটি টেকনিক্যাল টিম পাঠানো হয় আফগানিস্তানে। এভাবেই তালিবান সরকারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধে নরেন্দ্র মোদির সরকার। তারপর থেকে বিভিন্ন প্রয়োজনে তালিবানের পাশে দাঁড়িয়েছে ভারত। এবার তাদেরকে আরও কাছে টানছে জয়শঙ্করের বিদেশমন্ত্রক।

ভারতীয় দর্শন ও সংস্কৃতি নিয়ে চার দিনের শিবিরে অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা তুলে ধরা হবে এতে। এখানকার ব্যবসায়িক পরিমণ্ডল সম্পর্কেও জানানো হবে। ১৪-১৭ মার্চ কোঝিকোড়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটির আয়োজন করেছে। তালিবানদের কেন এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল?

এ নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। কূটনৈতিক মহল মনে করছে, আফগানিস্তানকে পরিকাঠামো নির্মাণে প্রভূত সাহায্য করে চলেছে মোদি সরকার। আগামীতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ভারত সম্বন্ধে তালিবানের আরও জ্ঞান থাকা দরকার। এতে দুই দেশই সুবিধা পাবে। তাই সাম্প্রতিক এই পদক্ষেপকে সম্পর্ক মজবুত করার কৌশল হিসেবেই দেখছে ওয়াকিফহাল মহল।

এই আমন্ত্রণ জানিয়ে পরোক্ষভাবে তালিবান সরকারকে স্বীকৃতিও দিল মোদি সরকার। তবে এসব জল্পনাকে অবশ্য উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রকের অফিসাররা। তাদের বক্তব্য, এই কোর্সটি অনলাইনে হবে।

তালিবানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা অনলাইনেই অংশ নেবে। আর কাউকে কোনও কোর্সে আমন্ত্রণ জানানোর মানে এই নয় যে সেই সরকারকে আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি। তবে কংগ্রেস বিজেপি সরকারকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি।

তাদের বক্তব্য, নরেন্দ্র মোদি সরকার তালিবান সরকার থেকে দূরে থাকছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। আবার তাদেরকে কোর্সে আমন্ত্রণ জানাচ্ছে।

তবে তালিবান সরকার জানিয়েছে, এই কোর্সে আমরা অংশগ্রহণ করছি। এর মাধ্যমে আমাদের অফিসাররা উপকৃত হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় দর্শন নিয়ে ৪ দিনের শিবিরে আমন্ত্রণ তালিবান সরকারকে

আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ক্রমশ দহরম-মহরম বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের। এর দৃষ্টান্তস্বরূপ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক তালিবানদের আমন্ত্রণ জানিয়েছে ৪ দিনের ক্র্যাশ কোর্সে অংশগ্রহণ করার জন্য।

ভারতীয় সংস্কৃতি ও দর্শন সম্পর্কে একটি প্রশিক্ষণ কোর্সে যোগ দেওয়ার জন্য তালিবান সরকারের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি সরকার। ২০২১ সালে তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করলে কাবুলে ভারতের দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ২০২২-এর জুনে ফের সেটি চালু হয়। আফগানিস্তানকে মানবিক সহায়তার জন্য একটি টেকনিক্যাল টিম পাঠানো হয় আফগানিস্তানে। এভাবেই তালিবান সরকারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধে নরেন্দ্র মোদির সরকার। তারপর থেকে বিভিন্ন প্রয়োজনে তালিবানের পাশে দাঁড়িয়েছে ভারত। এবার তাদেরকে আরও কাছে টানছে জয়শঙ্করের বিদেশমন্ত্রক।

ভারতীয় দর্শন ও সংস্কৃতি নিয়ে চার দিনের শিবিরে অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা তুলে ধরা হবে এতে। এখানকার ব্যবসায়িক পরিমণ্ডল সম্পর্কেও জানানো হবে। ১৪-১৭ মার্চ কোঝিকোড়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটির আয়োজন করেছে। তালিবানদের কেন এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল?

এ নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। কূটনৈতিক মহল মনে করছে, আফগানিস্তানকে পরিকাঠামো নির্মাণে প্রভূত সাহায্য করে চলেছে মোদি সরকার। আগামীতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ভারত সম্বন্ধে তালিবানের আরও জ্ঞান থাকা দরকার। এতে দুই দেশই সুবিধা পাবে। তাই সাম্প্রতিক এই পদক্ষেপকে সম্পর্ক মজবুত করার কৌশল হিসেবেই দেখছে ওয়াকিফহাল মহল।

এই আমন্ত্রণ জানিয়ে পরোক্ষভাবে তালিবান সরকারকে স্বীকৃতিও দিল মোদি সরকার। তবে এসব জল্পনাকে অবশ্য উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রকের অফিসাররা। তাদের বক্তব্য, এই কোর্সটি অনলাইনে হবে।

তালিবানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা অনলাইনেই অংশ নেবে। আর কাউকে কোনও কোর্সে আমন্ত্রণ জানানোর মানে এই নয় যে সেই সরকারকে আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি। তবে কংগ্রেস বিজেপি সরকারকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি।

তাদের বক্তব্য, নরেন্দ্র মোদি সরকার তালিবান সরকার থেকে দূরে থাকছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। আবার তাদেরকে কোর্সে আমন্ত্রণ জানাচ্ছে।

তবে তালিবান সরকার জানিয়েছে, এই কোর্সে আমরা অংশগ্রহণ করছি। এর মাধ্যমে আমাদের অফিসাররা উপকৃত হবে।