০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

মারুফা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 246

পুবের কলম ওয়েবডেস্ক : ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে, গত কয়েক মাসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং এটি সবার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, প্রাথমিকভাবে ৪০ জনকে আটক করা হলেও তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের জন্য কোনো ধরনের ক্ষমা বা শিথিলতা থাকবে না।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

এই ঘোষণা আসে কয়েক দিন আগে রুজবেহ ভাদী নামের এক ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকরের পর। তিনি অভিযোগ অনুযায়ী, এক সহকর্মী বিজ্ঞানীর গোপন তথ্য ইসরাইলের হাতে তুলে দেন, যিনি গত জুনে ইসরাইলের বিমান হামলায় নিহত হন।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

জুন মাসে ইসরাইল টানা ১২ দিন ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। এসব হামলায় সামরিক কর্মকর্তা, পরমাণু বিশেষজ্ঞ, স্থাপনা এবং বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানায়, ওই হামলায় ১,১৯০ জন নিহত হন, যার মধ্যে ৪৩৬ জন বেসামরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা সদস্য।

আরও পড়ুন: ইসরাইলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান রাষ্ট্রসংঘের মহাসচিবের 

হামলার প্রতিক্রিয়ায় ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতিমধ্যে অন্তত আটজন দোষী গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ইরান বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে, গত কয়েক মাসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং এটি সবার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, প্রাথমিকভাবে ৪০ জনকে আটক করা হলেও তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের জন্য কোনো ধরনের ক্ষমা বা শিথিলতা থাকবে না।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

এই ঘোষণা আসে কয়েক দিন আগে রুজবেহ ভাদী নামের এক ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকরের পর। তিনি অভিযোগ অনুযায়ী, এক সহকর্মী বিজ্ঞানীর গোপন তথ্য ইসরাইলের হাতে তুলে দেন, যিনি গত জুনে ইসরাইলের বিমান হামলায় নিহত হন।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

জুন মাসে ইসরাইল টানা ১২ দিন ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। এসব হামলায় সামরিক কর্মকর্তা, পরমাণু বিশেষজ্ঞ, স্থাপনা এবং বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানায়, ওই হামলায় ১,১৯০ জন নিহত হন, যার মধ্যে ৪৩৬ জন বেসামরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা সদস্য।

আরও পড়ুন: ইসরাইলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান রাষ্ট্রসংঘের মহাসচিবের 

হামলার প্রতিক্রিয়ায় ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতিমধ্যে অন্তত আটজন দোষী গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ইরান বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।