টানা দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই কঠোর অবস্থান নিল ইরান। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন বা দাঙ্গায় সহায়তা করবেন, তাদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, দাঙ্গাকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীরাও একই অভিযোগের আওতায় আসবেন। ইরানের দণ্ডবিধির ১৮৬ ও ১৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত গোষ্ঠীকে সহায়তা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে ফাঁসি, অঙ্গচ্ছেদ বা নির্বাসন।





























