জুম্মার নামাযের পর ‘প্রতিশোধের লাল পতাকা’ ওড়াল ইরান

- আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
- / 143
পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার জুম্মার নামাযের পর ইরানের পবিত্র কুম শহরের জামকারান মসজিদের মাথায় উত্তোলন করা হল ‘প্রতিশোধের লাল পতাকা’। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র এই মসজিদের মিনারে লাল পতাকা উড়ছে।
শিয়া মুসলিমদের কাছে লাল পতাকা প্রতিশোধ ও শোকের প্রতীক। এটি সাধারণত মুহাররম মাসে কারবালার যুদ্ধে শহিদ ইমাম হোসেনের স্মরণে উত্তোলন করা হয়। কিন্তু বছরের অন্য সময় এমন পতাকা ওড়ানো একেবারেই বিরল ঘটনা। ফলে এই পতাকা ওড়ানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইসরাইলি হামলায় ইরানের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর প্রেক্ষিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশেই এই বার্তা দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক ভিডিও ফুটেজে দেখিয়েছে, কীভাবে কুম শহরের মানুষ জামকারান মসজিদের সামনে জড়ো হয়ে ইসরাইলবিরোধী স্লোগান দিচ্ছেন। অনেকে ইরানের জাতীয় পতাকা হাতে মিছিলেও অংশ নেন। রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত কুম শহরকে ইরানের ‘ধর্মীয় ও সাংßৃñতিক রাজধানী’ বলা হয়।