ইউরোপের সাথে পরমাণু আলোচনা স্থগিত ইরানের
- আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 774
ISTANBUL, TURKIYE - JUNE 21: Iranian Foreign Minister Abbas Araghchi makes a speech as he attends the 51st Meeting of the Council of Foreign Ministers of the Organization of Islamic Cooperation (OIC), which is convened under the theme, 'The OIC in a Transforming World' at Lutfi Kirdar International Convention and Exhibition Center in Istanbul, Turkiye, on June 21, 2025. (Photo by Muhammed Enes Yildirim/Anadolu via Getty Images)
পুবের কলম ওয়েবডেস্ক: ইউরোপীয় শক্তিগুলোর মাধ্যমে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ইরান আপাতত ইউরোপের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসবে না বলে জানিয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এই মুহূর্তে আমাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই।’ তিনি জানান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি (ই৩ দেশগুলো) গত ২৮ সেপ্টেম্বর ২০১৫ সালের পরমাণু চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করার মাধ্যমে ইরানের উপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করেছে। ইরান এখন এই নিষেধাজ্ঞার ‘পরিণতি ও প্রভাব’ খতিয়ে দেখছে।
তবে বাঘাই আরও উল্লেখ করেন যে, ‘যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে’ এবং যখনই তেহরান মনে করবে যে কূটনীতি ফলপ্রসূ হতে পারে, তখনই তারা দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
এদিকে, ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য তেহরানের চুক্তি লঙ্ঘনকে দায়ী করেছে। অন্যদিকে ইরান দৃঢ়ভাবে পশ্চিমা দেশগুলোর (যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে) পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে।
অন্যদিকে, ইরান সতর্ক করেছে যে, পুনঃনিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা ফেরায় আইএইএ-এর সাথে সহযোগিতা আর ‘প্রাসঙ্গিক নয়’।





























