১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে ঘিরে উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন এবং তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনাও নেই। আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমননীতি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তও স্থগিত রাখা হয়েছে বলে আশ্বাস মিলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য আসে।
সম্ভাব্য সামরিক হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন বক্তব্যকে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তিনি জানান, ইরানের ‘খুবই গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন তিনি সতর্কভাবে পর্যবেক্ষণ করবেন। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ওয়াশিংটন থেকে আল–জাজিরার সংবাদদাতা মাইক হান্না বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরান প্রসঙ্গে তাঁর অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলনে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ইরান সরকার এই বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে ঘিরে উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন এবং তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনাও নেই। আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমননীতি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তও স্থগিত রাখা হয়েছে বলে আশ্বাস মিলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য আসে।
সম্ভাব্য সামরিক হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন বক্তব্যকে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তিনি জানান, ইরানের ‘খুবই গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন তিনি সতর্কভাবে পর্যবেক্ষণ করবেন। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ওয়াশিংটন থেকে আল–জাজিরার সংবাদদাতা মাইক হান্না বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরান প্রসঙ্গে তাঁর অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলনে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ইরান সরকার এই বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।