১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, তেল আবিবে বিস্ফোরণ ও ধ্বংসের খবর

চামেলি দাস
  • আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার
  • / 327

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হেনেছে। তেল আবিবে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম Haaretz জানিয়েছে, দেশটির জরুরি সংস্থাগুলোর বরাতে জানা গেছে—ইরানের পাল্টা হামলায় ইসরাইলের কেন্দ্রস্থলের একাধিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

ইসরাইলের চ্যানেল ১২ জানায়, মধ্যাঞ্চলের বিভিন্ন আবাসিক এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হানে, যা তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

এর আগে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টা করে। যদিও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়, যার ফলে তেল আবিব ও আশপাশের এলাকায় আংশিক ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনী সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে, “সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। নির্দিষ্ট নির্দেশনা ছাড়া কেউ আশ্রয় কেন্দ্র ত্যাগ করবেন না।”

আরও পড়ুন: গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২

এছাড়াও, ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় এলাত ও আরাভা এলাকায় সন্দেহভাজন ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।এই উত্তেজনার সূচনা হয় শুক্রবার, যখন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বর্তমানে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় লিপ্ত, এবং পরিস্থিতি দ্রুতই আরও বিপজ্জনক দিকে এগিয়ে যাচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, তেল আবিবে বিস্ফোরণ ও ধ্বংসের খবর

আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হেনেছে। তেল আবিবে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম Haaretz জানিয়েছে, দেশটির জরুরি সংস্থাগুলোর বরাতে জানা গেছে—ইরানের পাল্টা হামলায় ইসরাইলের কেন্দ্রস্থলের একাধিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

ইসরাইলের চ্যানেল ১২ জানায়, মধ্যাঞ্চলের বিভিন্ন আবাসিক এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হানে, যা তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

এর আগে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টা করে। যদিও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়, যার ফলে তেল আবিব ও আশপাশের এলাকায় আংশিক ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনী সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে, “সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। নির্দিষ্ট নির্দেশনা ছাড়া কেউ আশ্রয় কেন্দ্র ত্যাগ করবেন না।”

আরও পড়ুন: গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২

এছাড়াও, ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় এলাত ও আরাভা এলাকায় সন্দেহভাজন ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।এই উত্তেজনার সূচনা হয় শুক্রবার, যখন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বর্তমানে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় লিপ্ত, এবং পরিস্থিতি দ্রুতই আরও বিপজ্জনক দিকে এগিয়ে যাচ্ছে।