০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসার আক্রান্তে শীর্ষে আয়ারল্যান্ড

ইমামা খাতুন
  • আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার
  • / 20

পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্যানসার আক্রান্তে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এ বিষয়ে দেশটির মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। অনুষ্ঠানে মারণব্যাধি ক্যানসারের নানা বিষয় নিয়ে কথা বলেন গবেষকরা। আয়ারল্যান্ডে প্রতিবছর গড়ে অন্তত ৪৫ হাজার মানুষ নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ৯ হাজারের বেশি। সচেতনতামূলক অনুষ্ঠানে ক্যানসার আক্রান্তদের চিকিৎসাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। বিশেষজ্ঞ ওয়ালটার কলচ্ বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে আমাদের যাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের ঝুঁকি বেশি রয়েছে। তবে এ নিয়ে ভয় পাবেন না।

 

আপনার শরীরে কোনও ধরনের দাগ, লাম্পসহ অভ্যাসগত পরিবর্তন দেখলে চিকিৎসকের কাছে যাবেন। প্রথম দিকে ক্যানসার নির্ণয় করা গেলে, এটি পুরোপুরি নিরাময় সম্ভব।’ ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্যানসার বায়োলজি প্রফেসর উইলিয়াম গালাঘের বলেন, ‘আমি একজন ক্যানসার গবেষক। আমরা অনেক ভাগ্যবান যে আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে। সব দেশের মানুষকে ক্যানসার বিষয়ে আরও সচেতন হতে হবে।’ স্কুল অব মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আরমান রহমান বলেন, ‘আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার অনেক সুবিধা আছে। এই দেশের স্ক্রিনিং ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কীভাবে ক্যানসার হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়,এসব বিষয়ে আমরা জানি এবং সেই অনুযায়ী কাজ করে থাকি।’ আইরিশ কর্তৃপক্ষ জানায়, আয়ারল্যান্ডে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন ব্যক্তি মারা যান। আর প্রতি মিনিটে শনাক্ত হন একজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যানসার আক্রান্তে শীর্ষে আয়ারল্যান্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্যানসার আক্রান্তে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এ বিষয়ে দেশটির মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। অনুষ্ঠানে মারণব্যাধি ক্যানসারের নানা বিষয় নিয়ে কথা বলেন গবেষকরা। আয়ারল্যান্ডে প্রতিবছর গড়ে অন্তত ৪৫ হাজার মানুষ নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ৯ হাজারের বেশি। সচেতনতামূলক অনুষ্ঠানে ক্যানসার আক্রান্তদের চিকিৎসাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। বিশেষজ্ঞ ওয়ালটার কলচ্ বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে আমাদের যাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের ঝুঁকি বেশি রয়েছে। তবে এ নিয়ে ভয় পাবেন না।

 

আপনার শরীরে কোনও ধরনের দাগ, লাম্পসহ অভ্যাসগত পরিবর্তন দেখলে চিকিৎসকের কাছে যাবেন। প্রথম দিকে ক্যানসার নির্ণয় করা গেলে, এটি পুরোপুরি নিরাময় সম্ভব।’ ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্যানসার বায়োলজি প্রফেসর উইলিয়াম গালাঘের বলেন, ‘আমি একজন ক্যানসার গবেষক। আমরা অনেক ভাগ্যবান যে আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে। সব দেশের মানুষকে ক্যানসার বিষয়ে আরও সচেতন হতে হবে।’ স্কুল অব মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আরমান রহমান বলেন, ‘আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার অনেক সুবিধা আছে। এই দেশের স্ক্রিনিং ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কীভাবে ক্যানসার হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়,এসব বিষয়ে আমরা জানি এবং সেই অনুযায়ী কাজ করে থাকি।’ আইরিশ কর্তৃপক্ষ জানায়, আয়ারল্যান্ডে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন ব্যক্তি মারা যান। আর প্রতি মিনিটে শনাক্ত হন একজন।