ইসলাম বিদ্বেষী খবর! জি নিউজ এবং টাইমস নাও নবভারত-এর বিরুদ্ধে ব্যবস্থা
- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 385
পুবের কলম ওয়েবডেস্ক: নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি (NBDSA) সম্প্রতি মূলধারার দুটি সংবাদমাধ্যম — জি নিউজ এবং টাইমস নাও নবভারত–এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই দুই চ্যানেল সম্প্রতি ‘মেহেন্দি জিহাদ’ এবং ‘লাভ জিহাদ’-এর মতো ষড়যন্ত্রমূলক তত্ত্ব নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে, তা প্রকাশ্য ইসলাম বিদ্বেষমূলক।
আদেশে বলা হয়েছে, উক্ত সংবাদমাধ্যম দুটি সম্প্রচার নীতিমালার নৈতিক কোড লঙ্ঘন করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের এক অভিযোগের ভিত্তিতে, যা দায়ের করেছিলেন মিডিয়া গবেষক ও সাংবাদিক ইন্দ্রজিৎ ঘোরপাড়ে। তিনি অভিযোগ করেন, এই মূলধারার সংবাদমাধ্যমগুলো ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে।
জি নিউজ-এর বিরুদ্ধে অভিযোগ, তারা ধারাবাহিকভাবে এমন প্রতিবেদন প্রচার করেছে যেখানে বলা হয়েছে, কিছু মুসলিম যুবক হেনা শিল্পীর পরিচয়ে হিন্দু নারীদের হাতে মেহেন্দি লাগিয়ে তাতে থুথু দিচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করছে। চ্যানেলটি ‘মেহেন্দি জিহাদ পর দে দানা-দান’ এবং ‘লাঠি সে লেস রহেঙ্গে, জিহাদিয়োঁ কো রোকেঙ্গে’-এর মতো শিরোনাম ব্যবহার করে প্রতিবেদন প্রচার করেছে এবং মেহেন্দি শিল্পীদের বয়কট করার আহ্বান জানিয়েছে, এমনকি মুসলিমবিরোধী স্লোগানও সম্প্রচার করেছে।
টাইমস নাও নবভারত সম্পর্কেও NBDSA জানিয়েছে যে, তারা উত্তরপ্রদেশের তথাকথিত ‘লাভ জিহাদ’ সংক্রান্ত এক বিতর্কিত মামলার প্রতিবেদন করতে গিয়ে নৈতিক কোড লঙ্ঘন করেছে।
NBDSA উভয় চ্যানেলকেই আপত্তিজনক ভিডিওগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছে, তবে কোনও আর্থিক জরিমানা আরোপ করেনি। আদেশে বলা হয়েছে, “NBDSA–র ক্ষমতা রয়েছে ২ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে জরিমানা আরোপ করার, কিন্তু এই ক্ষেত্রে কেবল ভিডিও মুছে ফেলতেই নির্দেশ দেওয়া হয়েছে।” ইন্দ্রজিৎ ঘোরপাড়ে বলেন, “এই ঘটনাগুলো দেখায়, কীভাবে তথাকথিত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী সংবাদমাধ্যমগুলিকে সাম্প্রদায়িক প্রচারের জন্য জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হচ্ছে।”
India’s self-regulatory news body has found Zee News and Times Now Navbharat in violation of its Code of Ethics for broadcasting Islamophobic and misleading reports promoting “Mehendi Jihad” and “Love Jihad” conspiracy theories.https://t.co/bVG3DmB8pm pic.twitter.com/FD3LViV9IA
— Maktoob (@MaktoobMedia) October 5, 2025





























