১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল

চামেলি দাস
  • আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 168

পুবের কলম ওয়েবডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি আজই এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সঙ্গে নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে তিনি বলেন, “অপারেশন রাইজিং লায়ন”-এর সব লক্ষ্য সফল।  এমনকী তার চেয়েও বেশি অর্জন করেছে ইসরাইল।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই অভিযানের মাধ্যমে ইসরাইল তাৎক্ষণিকভাবে ইরানের পরমাণু হুমকি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঝুঁকি ক হ্রাস করা সম্ভব হয়েছে। তেহরানের আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা হয়েছে। ইরানের সামরিক নেতৃত্বকে গুরুতরভাবে বিপর্যস্ত করা এবং সরকারের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সমর্থ হয়েছে  ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

ইসরাইল বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, এই কৌশলগত সাফল্যের প্রেক্ষিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে ইসরাইল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল

আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি আজই এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সঙ্গে নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে তিনি বলেন, “অপারেশন রাইজিং লায়ন”-এর সব লক্ষ্য সফল।  এমনকী তার চেয়েও বেশি অর্জন করেছে ইসরাইল।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই অভিযানের মাধ্যমে ইসরাইল তাৎক্ষণিকভাবে ইরানের পরমাণু হুমকি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঝুঁকি ক হ্রাস করা সম্ভব হয়েছে। তেহরানের আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা হয়েছে। ইরানের সামরিক নেতৃত্বকে গুরুতরভাবে বিপর্যস্ত করা এবং সরকারের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সমর্থ হয়েছে  ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

ইসরাইল বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, এই কৌশলগত সাফল্যের প্রেক্ষিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে ইসরাইল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল