গাজায় আশ্রয়শিবিরে হামলা ইসরাইলের, ঘুমন্ত অবস্থায় শিশু-সহ ৩১ জনের মৃত্যু

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 401
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলি হামলায় গাজায় লেগে রয়েছে মৃত্যু মিছিল। ইসরাইলি হামলায় গাজায় নতুন করে মৃত্যু হল একাধিক শিশু-সহ ৪৬ জনের। সোমবার ইজ়রাইলি বিমানহানায় গাজায় ৪৬ জন নিহত এবং ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাদের।
গাজার স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গাজা শহরের দারাজ এলাকার এক স্কুলে অস্থায়ী আশ্রয়শিবির তৈরি করা হয়েছিল। রবিবার গভীর রাতে সেখানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় ৩১ জনের। শুধু তা-ই নয়, ওই হামলায় ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের জরুরি পরিষেবার প্রধান ফাহমি আওয়াদ। ওই স্কুল থেকে নাশকতার ছক কষা হচ্ছিল বলে দাবি ইসরাইলে সেনার। ফাহমির কথায়, ‘‘স্কুলে পর পর তিন বার হামলা চালানো হয়েছিল। সে সময় সব মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুন লেগে তাঁদের জিনিসপত্রও পুড়ে যায়।’’