গাজায় কোনও ত্রাণ ঢুকবে না: ইসরাইল

- আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 183
পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে অবৈধভাবে গড়ে ওঠা দেশটি। ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এমন অবস্থায় গাজায় এক গ্রাম খাদ্য বা সাহায্যও ঢুকতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন অবৈধ দেশটির উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।
গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দেয়। এ কারণে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তীব্র মানবিক সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ২৪ লক্ষ মানুষের অবরুদ্ধ অঞ্চলে ইসরাইল সাহায্য প্রবেশ করতে দেবে না। কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইলের নীতি স্পষ্ট। কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না। এছাড়া হামাস সেখানকার বাসিন্দাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবিক সাহায্য আটকানোর এই পদক্ষেপ হামাসের ওপর চাপ দেওয়ার জন্য। তিনি আরও বলেন, ‘গাজায় বর্তমানে কেউ কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে না। পাশাপাশি এ ধরনের সাহায্য প্রদানের জন্য কোনো প্রস্তুতিও নেই।’ একই সঙ্গে গাজার দখলকৃত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ইহুদি সেনারা অবস্থান করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ । এদিকে ইসরাইলের অব্যাহত সামরিক অভিযান গাজাকে গণকবরে পরিণত করেছে বলে মন্তব্য করেছে ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ)।