১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলার আশঙ্কা, ইসরাইলে জারি জরুরি অবস্থা

সুস্মিতা
  • আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
  • / 214

পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে হামলার পর ইসরাইলের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাল্টা ইরানি প্রতিশোধের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইল সরকার। জেরুজালেমে অবস্থানরত বিবিসির এক সংবাদদাতা জানান, ভোররাতে হঠাৎ সাইরেন বাজতে থাকে এবং মোবাইলে সতর্কবার্তা পৌঁছায়।

তৎক্ষণাৎ সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান ইতিমধ্যেই তাদের ভূখণ্ডের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। টাইমস অব ইজরাইল ও সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ইসরাইলের হাসপাতালগুলোতে রক্তদান অভিযান শুরু হয়েছে, সুস্থ রোগীদের ছাড় দেওয়া হচ্ছে যাতে শয্যা খালি রাখা যায়। জেরুজালেম, তেল আবিব সহ বিভিন্ন শহরের মানুষ আতঙ্কে ছুটে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রগুলোর দিকে। অনেকে নিজ ঘরের বাংকারে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতঙ্কিত শিশুদের ছবি, আর বাজারে খাদ্যসামগ্রী মজুত করতে হুমড়ি খাওয়া মানুষের ভিডিও। শুধু দেশে জরুরি অবস্থা জারি করা নয়, বিশ্বব্যাপী নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের পাল্টা হামলার আশঙ্কা, ইসরাইলে জারি জরুরি অবস্থা

আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে হামলার পর ইসরাইলের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাল্টা ইরানি প্রতিশোধের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইল সরকার। জেরুজালেমে অবস্থানরত বিবিসির এক সংবাদদাতা জানান, ভোররাতে হঠাৎ সাইরেন বাজতে থাকে এবং মোবাইলে সতর্কবার্তা পৌঁছায়।

তৎক্ষণাৎ সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান ইতিমধ্যেই তাদের ভূখণ্ডের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। টাইমস অব ইজরাইল ও সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ইসরাইলের হাসপাতালগুলোতে রক্তদান অভিযান শুরু হয়েছে, সুস্থ রোগীদের ছাড় দেওয়া হচ্ছে যাতে শয্যা খালি রাখা যায়। জেরুজালেম, তেল আবিব সহ বিভিন্ন শহরের মানুষ আতঙ্কে ছুটে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রগুলোর দিকে। অনেকে নিজ ঘরের বাংকারে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতঙ্কিত শিশুদের ছবি, আর বাজারে খাদ্যসামগ্রী মজুত করতে হুমড়ি খাওয়া মানুষের ভিডিও। শুধু দেশে জরুরি অবস্থা জারি করা নয়, বিশ্বব্যাপী নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে