১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইসরায়েল ও জার্মানি একটি নতুন নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। রোববার জেরুজালেমে এই চুক্তিতে সই করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মূলত ‘ইরান ও তার মিত্রদের সৃষ্ট হুমকি’ মোকাবিলার লক্ষ্যেই এই চুক্তি।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান ও তাদের মিত্ররা শুধু ইসরায়েলের নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধের কারণে গত বছর আগস্টে ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। তবে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে জার্মানির ভূমিকা গুরুত্বপূর্ণ।
এদিকে জার্মান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ইউরোপীয় ইউনিয়নকে ইরানের রেভল্যুশনারি গার্ডসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান।
ইরানজুড়ে চলা বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জল্পনার মধ্যেই এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইসরায়েল ও জার্মানি একটি নতুন নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। রোববার জেরুজালেমে এই চুক্তিতে সই করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মূলত ‘ইরান ও তার মিত্রদের সৃষ্ট হুমকি’ মোকাবিলার লক্ষ্যেই এই চুক্তি।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান ও তাদের মিত্ররা শুধু ইসরায়েলের নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধের কারণে গত বছর আগস্টে ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। তবে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে জার্মানির ভূমিকা গুরুত্বপূর্ণ।
এদিকে জার্মান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ইউরোপীয় ইউনিয়নকে ইরানের রেভল্যুশনারি গার্ডসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান।
ইরানজুড়ে চলা বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জল্পনার মধ্যেই এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।