১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২২ সালে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 62

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনার অভিযান চলেছে। প্রতিটি অভিযানের ফলে এখনও পর্যন্ত শিশু-সহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন; ‘পূর্ব জেরুসালেম-সহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত বৃদ্ধিসহ নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমি শঙ্কিত।’

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

এ সময় একটি কার্যকর রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান ওয়েনেসল্যান্ড।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের গ্রেফতার করতে অভিযান চালায় এবং এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরাইলের দাবি; তাদের চালানো অভিযানগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে পরিচালিত হয়।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে; চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

 

রাষ্ট্রসংঘ জানিয়েছে; একই সময়ে প্রায় ১৬ জন ইসরাইলি নিহত হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল অবৈধভাবে পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ড ফেরত চায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২২ সালে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনার অভিযান চলেছে। প্রতিটি অভিযানের ফলে এখনও পর্যন্ত শিশু-সহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন; ‘পূর্ব জেরুসালেম-সহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত বৃদ্ধিসহ নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমি শঙ্কিত।’

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

এ সময় একটি কার্যকর রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান ওয়েনেসল্যান্ড।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের গ্রেফতার করতে অভিযান চালায় এবং এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরাইলের দাবি; তাদের চালানো অভিযানগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে পরিচালিত হয়।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে; চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

 

রাষ্ট্রসংঘ জানিয়েছে; একই সময়ে প্রায় ১৬ জন ইসরাইলি নিহত হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল অবৈধভাবে পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ড ফেরত চায়।