০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের ভূগর্ভস্থ  পানি চুরি করে নিচ্ছে ইসরাইল !

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 54

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়েহ অভিযোগের সুরে বলেন, ফিলিস্তিনের ৮০০ মিলিয়ন ঘনমিটার পানির মধ্যে ৬০০ মিলিয়ন ঘনমিটার পানি চুরি করছে ইসরাইল। এই পানি তারা নিজেদের শহর ও জনবসতিতে সরিয়ে নিচ্ছে। ‘জীবন, উন্নয়ন ও শান্তির জন্য আরবের পানি নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত চতুর্থ আরব পানি সম্মেলনে রবিবার শাতায়েহ এ মন্তব্য করেন। শাতায়েহ বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূগর্ভস্থ পানির দুই-তৃতীয়াংশই ব্যবহৃত হয় ইসরাইলের অভ্যন্তরে।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

একজন ইসরাইলি প্রতিদিন ৪৩০ লিটার পানি ব্যবহার করে, যেখানে একজন ফিলিস্তিনি ব্যবহার করে মাত্র ৭২ লিটার, যা বিশ্বব্যাপী গড় ১২০ লিটারের চেয়ে অনেক কম। ‘আমরা আমাদের পানির অধিকারের জন্য লড়াই করছি’ উল্লেখ করে শাতায়েহ বলেন, ফিলিস্তিন সরকার একটি ‘পানি সংগ্রহের কৌশল’ বাস্তবায়ন করছে এবং ওয়াদি আল-ফারায় একটি বাঁধ প্রকল্প চালু করেছে। সেইসাথে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য দাতাদের অর্থায়নে গাজায় বিশালাকারে পানি বিশুদ্ধকরণ প্রকল্প নির্মাণ করছে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জানান, সাড়ে ৩ বছর আগে দায়িত্ব গ্রহণের পর থেকে তার সরকার পানি ও স্যানিটেশনের এই কৌশলগত খাতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

এই অর্থায়নের জন্য তিনি আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান। সম্মেলনে শাতায়েহ সতর্ক করে দিয়ে বলেন, ২০৪৪ সালের মধ্যে ডেড সি পুরোপুরি শুকিয়ে যাবে। এ জন্য তিনি ইসরাইল সরকারকে দায়ী করেন। কারণ তারা এখানকার পানি অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং ইসরাইলি কোম্পানিগুলো অব্যাহতভাবে লবণসহ অন্যান্য খনিজ পদার্থ আহরণ করে এর স্বাভাবিকতা নষ্ট করে ফেলছে। ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে পানিকে একটি প্রধান ইস্যু উল্লেখ করে শাতায়েহ জানান, ইসরাইলের কৃষি বসতিগুলোর লক্ষ্য এই পানি সম্পদ নিয়ন্ত্রণ করা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনের ভূগর্ভস্থ  পানি চুরি করে নিচ্ছে ইসরাইল !

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়েহ অভিযোগের সুরে বলেন, ফিলিস্তিনের ৮০০ মিলিয়ন ঘনমিটার পানির মধ্যে ৬০০ মিলিয়ন ঘনমিটার পানি চুরি করছে ইসরাইল। এই পানি তারা নিজেদের শহর ও জনবসতিতে সরিয়ে নিচ্ছে। ‘জীবন, উন্নয়ন ও শান্তির জন্য আরবের পানি নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত চতুর্থ আরব পানি সম্মেলনে রবিবার শাতায়েহ এ মন্তব্য করেন। শাতায়েহ বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূগর্ভস্থ পানির দুই-তৃতীয়াংশই ব্যবহৃত হয় ইসরাইলের অভ্যন্তরে।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

একজন ইসরাইলি প্রতিদিন ৪৩০ লিটার পানি ব্যবহার করে, যেখানে একজন ফিলিস্তিনি ব্যবহার করে মাত্র ৭২ লিটার, যা বিশ্বব্যাপী গড় ১২০ লিটারের চেয়ে অনেক কম। ‘আমরা আমাদের পানির অধিকারের জন্য লড়াই করছি’ উল্লেখ করে শাতায়েহ বলেন, ফিলিস্তিন সরকার একটি ‘পানি সংগ্রহের কৌশল’ বাস্তবায়ন করছে এবং ওয়াদি আল-ফারায় একটি বাঁধ প্রকল্প চালু করেছে। সেইসাথে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য দাতাদের অর্থায়নে গাজায় বিশালাকারে পানি বিশুদ্ধকরণ প্রকল্প নির্মাণ করছে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জানান, সাড়ে ৩ বছর আগে দায়িত্ব গ্রহণের পর থেকে তার সরকার পানি ও স্যানিটেশনের এই কৌশলগত খাতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

এই অর্থায়নের জন্য তিনি আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান। সম্মেলনে শাতায়েহ সতর্ক করে দিয়ে বলেন, ২০৪৪ সালের মধ্যে ডেড সি পুরোপুরি শুকিয়ে যাবে। এ জন্য তিনি ইসরাইল সরকারকে দায়ী করেন। কারণ তারা এখানকার পানি অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং ইসরাইলি কোম্পানিগুলো অব্যাহতভাবে লবণসহ অন্যান্য খনিজ পদার্থ আহরণ করে এর স্বাভাবিকতা নষ্ট করে ফেলছে। ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে পানিকে একটি প্রধান ইস্যু উল্লেখ করে শাতায়েহ জানান, ইসরাইলের কৃষি বসতিগুলোর লক্ষ্য এই পানি সম্পদ নিয়ন্ত্রণ করা।