ইসরাইলের জেলে বন্দি হাজার হাজার ফিলিস্তিনি, ১৯৬৭ সালের পর বন্দির সংখ্যা সর্বোচ্চ

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার
- / 3
গাজা, ২৪ এপ্রিল: ইসরাইলের জেলে বন্দি হাজার হাজার ফিলিস্তিনি। ১৯৬৭ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যা এটি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এক সংস্থা। কমিশন অব ডিটেইনস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের ২০০ দিন পূর্তিতে এপ্রিলের শুরু পর্যন্ত ৩ হাজার ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনিকে ইসরাইলি জেলে আটক রেখেছে নেতানিয়াহুর প্রশাসন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধের আগে পর্যন্ত বন্দির সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৩২০ জন। কোনও অভিযোগ ছাড়াই ইসরাইলি সেনার নির্দেশে বহু ফিলিস্তিন নাগরিককে জেলবন্দি করে রাখা হয়েছে। সংস্থাটির মিডিয়া কো-অর্ডিনেটর আমানি সারাহনেহ সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, “১৯৬৭ সালের পর থেকে বর্তমানে ইসরাইলি প্রশাসনের হাতে ফিলিস্তিনিদের আটকের সংখ্যা সর্বোচ্চ। বর্তমান বন্দিদের মধ্যে ২২ জন নারী ও ৪০ জনেরও বেশি শিশু রয়েছে।”
বিবৃতি অনুযায়ী, ৭ অক্টোবর অথাৎ যুদ্ধ শুরুর পরে জেলে বন্দির সংখ্যা ৫,২১০ তে পৌঁছেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ৮০ জন নারী ও ২০০ জনেরও বেশি শিশুসহ অন্তত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন।