পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় শিশুহত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইউনিসেফ। জাতিসংঘ শিশু তহবিলের (UNICEF) আঞ্চলিক মুখপাত্র সেলিম ওয়েইস বলেন, “গাজায় ইসরাইলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা।” প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নাগরিকের। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৭১ হাজার ৭০০ জন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের জরুরি পদক্ষেপের আহব্বান জানিয়েছেন মুখপাত্র সেলিম ওয়েইস। তিনি বলেন, “গাজায় যা ঘটছে তা মানুষের বিবেকের পরীক্ষা। উত্তরাঞ্চলে ত্রাণের অভাবে শিশুদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। তাদের স্বাস্থ্যের পরিস্থিতিকে অত্যান্ত খারাপ।”
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে সর্বোচ্চ মূল্য চোকাতে হচ্ছে শিশুদের, উদ্বিগ্ন ইউনিসেফ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার
- 106
ট্যাগ :
Children in Gaza are paying the highest price for this war Israel Palestine War Salim Oweis the regional spokesperson for the United Nations Children’s Fund UNICEF
সর্বধিক পাঠিত































