ইরানের জনগণকে রাস্তায় নামিয়ে সরকার উৎখাতের চেষ্টা করেছিল ইসরাইল: খামেনি

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 170
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, ইসরাইল ইরানের শাসনব্যবস্থা দুর্বল করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল। নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “দখলদারদের হিসাব ছিল নির্দিষ্ট কিছু ব্যক্তিত্ব ও সংবেদনশীল কেন্দ্র টার্গেট করে জনগণকে রাস্তায় নামিয়ে সরকার উৎখাত করা।” খবর টাইমস অব ইসরাইলের।
খামেনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে বাধ্য হয়। তিনি বলেন, “তেহরান যেকোনো নতুন হামলা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।”
১২ দিনের সংঘাতে ইরানের সামরিক শক্তি ও জনগণের ঐক্যের প্রশংসা করে খামেনি বলেন, ইসরাইল একা লড়তে অক্ষম। শেষ পর্যন্ত নেতানিয়াহু প্রশাসন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের জন্য মরিয়া হয়ে পড়ে। তার মতে, সময়ের সঙ্গে ইসরাইলের ক্ষয়ক্ষতি আরও স্পষ্ট হবে।
গত ১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালায়। এর পর ইরান পাল্টা হামলা শুরু করে, পরে সংঘাতে যুক্তরাষ্ট্রও যোগ দেয়।