০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনা

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 48

পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের এক শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনা। এ ছাড়া ইসরাইলি সেনার গুলিতে আহত হয়েছে আরও ৪৪ জন ফিলিস্তিনি। বুধবার ইসরাইলের ডজনখানেক সামরিক যান ওই শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে। এরপর ইহুদি সেনার হামলায় প্রাণ হারান ৪ ফিলিস্তিনি। নিহতরা হলেন; আহমেদ আলাওনেহ; আবেদ হাজেম; মুহাম্মদ আল ওয়ানেহ এবং মুহাম্মদ আবু নাসাহ। স্থানীয় গম্যাম জানিয়েছে; হামলায় নিহত মুহাম্মদ আল ওয়ানেহ প্যালেসটিনিয়ান অথরিটির (পিএ) গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ দিকে ইসরাইলি সেনার দাবি; সন্দেহজনক দুই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা নিহত হয়। উল্লেখ্য; জেনিন; নাবলুস; রামাল্লা এবং হেব্রন শহরে সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনীর অভিযান অনেক বেড়ে গেছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সে-সময় ২৯ বছর বয়সি এক ফিলিস্তিনি তরুণ নিহত হন এবং আহত হন আরও ১৬ জন।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের এক শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনা। এ ছাড়া ইসরাইলি সেনার গুলিতে আহত হয়েছে আরও ৪৪ জন ফিলিস্তিনি। বুধবার ইসরাইলের ডজনখানেক সামরিক যান ওই শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে। এরপর ইহুদি সেনার হামলায় প্রাণ হারান ৪ ফিলিস্তিনি। নিহতরা হলেন; আহমেদ আলাওনেহ; আবেদ হাজেম; মুহাম্মদ আল ওয়ানেহ এবং মুহাম্মদ আবু নাসাহ। স্থানীয় গম্যাম জানিয়েছে; হামলায় নিহত মুহাম্মদ আল ওয়ানেহ প্যালেসটিনিয়ান অথরিটির (পিএ) গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ দিকে ইসরাইলি সেনার দাবি; সন্দেহজনক দুই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা নিহত হয়। উল্লেখ্য; জেনিন; নাবলুস; রামাল্লা এবং হেব্রন শহরে সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনীর অভিযান অনেক বেড়ে গেছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সে-সময় ২৯ বছর বয়সি এক ফিলিস্তিনি তরুণ নিহত হন এবং আহত হন আরও ১৬ জন।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর