গাজায় ফের বিমান হামলা ইসরাইলের

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- / 51
পুবের কলম,ওয়েবডেস্কঃ সোমবার রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরাইল। ফিলিস্তিনিনের এই উপত্যকায় আগ্নেয় বোমা হামলার পালটা জবাব দিতে এই হামলা চালানো হয় বলে খবর। সামরিক বাহিনী সূত্রে এই তথ্য সামনে আসে। আগ্নেয় বোমা হামলার জন্য হামাসকে দায়ী করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা এ সংগঠনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে ‘রাতে আইডিএফ যুদ্ধ বিমান ব্যবহার করে হামাসের রকেট তৈরির একটি কারখানায় এবং খান ইউনিসে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’
ফিলিস্তিন হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রথমে এই হামলা সম্পর্কে ইসরাইলি যোদ্ধারা জানায়, আগ্নেয় বেলুন হামলায় গাজা উপত্যকার খুব কাছে তিনটি জঙ্গলে আগুন ধরে যায়।
প্রসঙ্গত, সাম্প্রতিকতম সংঘর্ষের আগে গত মে মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে টানা ১১ দিন ধরে লড়াই চলে। লড়াই চলাকালে গাজায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় তখন অনেক ফিলিস্তিনি বহু হন। গুঁড়িয়ে দেওয়া হয় বহু ফিলিস্তিনি বাড়িঘর, স্কুলসহ বিভিন্ন স্থাপনা।