০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের জলপাই বাগানে ইসরাইলি তাণ্ডব

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 63

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনিদের রুজি-রুটিতে  ফের একবার হামলা চালাল যায়নবাদী সেনা। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কারাওয়াত বনি হাসান গ্রামে ফিলিস্তিনিদের জলপাই বাগানে তাণ্ডব চালাল ‘সন্ত্রাসী’সেনা।ফিলিস্তিনিদের ২ হাজার জলপাই গাছ কেটে দিয়ে পালিয়েছে তারা। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ১৪ নভেম্বর, সোমবার এই নৃশংস কাজটি করেছে দখলদার সেনা। কারাওয়াত বানি হাসানের মেয়র ইব্রাহিম আসি বলেছেন, সৈন্যরা গ্রামের উত্তরে অবস্থিত আল-আওয়ারিদ এলাকায় হামলা চালিয়েছে।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

তারা এটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এরপর ৫ ঘণ্টা ধরে বুলডোজার চালিয়ে বাড়িঘর ধ্বংস করেছে। তিনি জানান, ইসরাইলি বাহিনী এ সময় প্রায় ২ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে। এরপর উপড়ে ফেলা গাছগুলো চুরি করে নিয়ে গেছে। এছাড়া জলপাই, আঙুর এবং বাদামের চারাগুলোতে কীটনাশক স্প্রে করেছে। মেয়র বলেন, ‘দখলদার বাহিনী জলপাই গাছগুলিকে ধ্বংস করে চলেছে।’

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

 

আরও পড়ুন: Al-Aqsa TV-র উপর ইউএস-ইউ নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে সালফিতের দক্ষিণে দেইর বালউত শহরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছিল ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের মানুষ জলপাই চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অক্টোবর এবং নভেম্বরে জলপাই তোলার মরসুম শুরু হয়। আর এ সময়েই জলপাই বাগানে তাণ্ডব চালাল ইহুদি সেনারা।

 

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সাল থেকে অবৈধভাবে পশ্চিম তীর দখল করে রেখেছে। তারা নিয়মিত ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করছে। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ৬ লক্ষেরও বেশি ইহুদিকে বসবাসের সুযোগ করে দিয়েছে ইসরাইল। এসব অঞ্চলে অবশিষ্ট যেসব ফিলিস্তিনি আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে দখলদাররা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনিদের জলপাই বাগানে ইসরাইলি তাণ্ডব

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনিদের রুজি-রুটিতে  ফের একবার হামলা চালাল যায়নবাদী সেনা। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কারাওয়াত বনি হাসান গ্রামে ফিলিস্তিনিদের জলপাই বাগানে তাণ্ডব চালাল ‘সন্ত্রাসী’সেনা।ফিলিস্তিনিদের ২ হাজার জলপাই গাছ কেটে দিয়ে পালিয়েছে তারা। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ১৪ নভেম্বর, সোমবার এই নৃশংস কাজটি করেছে দখলদার সেনা। কারাওয়াত বানি হাসানের মেয়র ইব্রাহিম আসি বলেছেন, সৈন্যরা গ্রামের উত্তরে অবস্থিত আল-আওয়ারিদ এলাকায় হামলা চালিয়েছে।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

তারা এটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এরপর ৫ ঘণ্টা ধরে বুলডোজার চালিয়ে বাড়িঘর ধ্বংস করেছে। তিনি জানান, ইসরাইলি বাহিনী এ সময় প্রায় ২ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে। এরপর উপড়ে ফেলা গাছগুলো চুরি করে নিয়ে গেছে। এছাড়া জলপাই, আঙুর এবং বাদামের চারাগুলোতে কীটনাশক স্প্রে করেছে। মেয়র বলেন, ‘দখলদার বাহিনী জলপাই গাছগুলিকে ধ্বংস করে চলেছে।’

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

 

আরও পড়ুন: Al-Aqsa TV-র উপর ইউএস-ইউ নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে সালফিতের দক্ষিণে দেইর বালউত শহরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছিল ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের মানুষ জলপাই চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অক্টোবর এবং নভেম্বরে জলপাই তোলার মরসুম শুরু হয়। আর এ সময়েই জলপাই বাগানে তাণ্ডব চালাল ইহুদি সেনারা।

 

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সাল থেকে অবৈধভাবে পশ্চিম তীর দখল করে রেখেছে। তারা নিয়মিত ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করছে। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ৬ লক্ষেরও বেশি ইহুদিকে বসবাসের সুযোগ করে দিয়েছে ইসরাইল। এসব অঞ্চলে অবশিষ্ট যেসব ফিলিস্তিনি আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে দখলদাররা।