১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনিদের দেখলেই গুলি করছে ইহুদি সেনা

সামিমা এহসানা
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 114

পুবের কলম ওয়েব ডেস্ক: অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের একটি গ্রামের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর এই ভিডিয়োয় দখলদার ইসরাইলি সেনার নৃশংস হামলার প্রমাণ মিলেছে। এক ভিডিয়োয় এক নিরীহ ফিলিস্তিনিকে সেন্ট্রাল স্কোয়ারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎই সেই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেই ব্যক্তিকে বাঁচাতে আরও দু’জন ছুটে গেলে তাদেরও গুলি করে গুরুতর জখম করে দেয় যায়নবাদী সেনা।

এই ভিডিয়োটি দেখার পর বিশ্লেষকরা বলছেন, কোনও হুমকি না তৈরি করেও হামলার শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনিরা। এই ট্রেন্ড সম্প্রতি অনেকটাই বেড়েছে। কোনও কারণ ছাড়াই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের টার্গেট করছে দখলদার বাহিনী। বিশ্লেষকরা বলছেন, তিন মাস আগে হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ঘটনা আগের চেয়ে অনেক বেড়েছে। পশ্চিম তীরের বেইত রিমা গ্রামে বিগত সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

দেখা গিয়েছে, কোনও হুমকি না থাকা সত্ত্বেও গ্রামে ঢুকে ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি সেনা। ফিলিস্তিনিরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি সেনাদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা অনেক বেড়েছে। ইসরাইল অবশ্য আগের মতোই সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনি গ্রামগুলিতে প্রবেশ করছে ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনিদের দেখলেই গুলি করছে ইহুদি সেনা

আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের একটি গ্রামের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর এই ভিডিয়োয় দখলদার ইসরাইলি সেনার নৃশংস হামলার প্রমাণ মিলেছে। এক ভিডিয়োয় এক নিরীহ ফিলিস্তিনিকে সেন্ট্রাল স্কোয়ারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎই সেই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেই ব্যক্তিকে বাঁচাতে আরও দু’জন ছুটে গেলে তাদেরও গুলি করে গুরুতর জখম করে দেয় যায়নবাদী সেনা।

এই ভিডিয়োটি দেখার পর বিশ্লেষকরা বলছেন, কোনও হুমকি না তৈরি করেও হামলার শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনিরা। এই ট্রেন্ড সম্প্রতি অনেকটাই বেড়েছে। কোনও কারণ ছাড়াই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের টার্গেট করছে দখলদার বাহিনী। বিশ্লেষকরা বলছেন, তিন মাস আগে হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ঘটনা আগের চেয়ে অনেক বেড়েছে। পশ্চিম তীরের বেইত রিমা গ্রামে বিগত সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

দেখা গিয়েছে, কোনও হুমকি না থাকা সত্ত্বেও গ্রামে ঢুকে ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি সেনা। ফিলিস্তিনিরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি সেনাদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা অনেক বেড়েছে। ইসরাইল অবশ্য আগের মতোই সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনি গ্রামগুলিতে প্রবেশ করছে ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে।