১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসের সরণী বেয়ে ইস্তান্বুলের ঐতিহ্যবাহী ট্রাম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্কঃ ঐতিহাসিক ট্রাম টিটু ইস্তান্বুলের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। এতে চড়ে ইস্তিকলাল জাদ্দেস্সি বা স্বাধীনতা সড়ক ধরে এগিয়ে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। নস্টালজিক ট্রামের এই রুট মাত্র ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ। তাকসিম স্কোয়ার থেকে টানেল স্টেশন পর্যন্ত এই পথে পাশাপাশি বড়জোর দু’টি গাড়ি চলতে পারে।ইতিহাসের সরণী বেয়ে ইস্তান্বুলের ঐতিহ্যবাহী ট্রাম

 

আরও পড়ুন: প্রচারে এরদোগান, জনসমুদ্র ইস্তান্বুল

এটি একটি শপিং স্ট্রিট ও বিনোদনের জায়গা। শুধু পর্যটক নয়– সব মানুষের জন্যই ১০০ বছর পুরোনো এই রেলগাড়িতে চড়া একটা বিশেষ অভিজ্ঞতা। ১৮৭১ সালে ইস্তান্বুলের রাস্তায় প্রথম ট্রাম চলা শুরু করে। পরে বছরে প্রায় ১০ কোটি যাত্রী এই ট্রাম ব্যবহার করতেন। তবে ষাটের দশকে শহরটি ট্রামের চেয়ে গাড়ির ওপর বেশি নির্ভরশীল হয়ে যায়। ১৯৯০ সালে টিটু ট্রামের প্রথম রুটটি আবার চালু করা হয়। এখন পাঁচটি ট্রাম লাইন চালু আছে।

আরও পড়ুন: সেহরির জন্য ডাকতে ঢোল বাজানো হয় ইস্তানবুলে

আরও পড়ুন: ইস্তান্বুলে অষ্টম বিশ্ব হালাল সম্মেলন শুরু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাসের সরণী বেয়ে ইস্তান্বুলের ঐতিহ্যবাহী ট্রাম

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঐতিহাসিক ট্রাম টিটু ইস্তান্বুলের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। এতে চড়ে ইস্তিকলাল জাদ্দেস্সি বা স্বাধীনতা সড়ক ধরে এগিয়ে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। নস্টালজিক ট্রামের এই রুট মাত্র ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ। তাকসিম স্কোয়ার থেকে টানেল স্টেশন পর্যন্ত এই পথে পাশাপাশি বড়জোর দু’টি গাড়ি চলতে পারে।ইতিহাসের সরণী বেয়ে ইস্তান্বুলের ঐতিহ্যবাহী ট্রাম

 

আরও পড়ুন: প্রচারে এরদোগান, জনসমুদ্র ইস্তান্বুল

এটি একটি শপিং স্ট্রিট ও বিনোদনের জায়গা। শুধু পর্যটক নয়– সব মানুষের জন্যই ১০০ বছর পুরোনো এই রেলগাড়িতে চড়া একটা বিশেষ অভিজ্ঞতা। ১৮৭১ সালে ইস্তান্বুলের রাস্তায় প্রথম ট্রাম চলা শুরু করে। পরে বছরে প্রায় ১০ কোটি যাত্রী এই ট্রাম ব্যবহার করতেন। তবে ষাটের দশকে শহরটি ট্রামের চেয়ে গাড়ির ওপর বেশি নির্ভরশীল হয়ে যায়। ১৯৯০ সালে টিটু ট্রামের প্রথম রুটটি আবার চালু করা হয়। এখন পাঁচটি ট্রাম লাইন চালু আছে।

আরও পড়ুন: সেহরির জন্য ডাকতে ঢোল বাজানো হয় ইস্তানবুলে

আরও পড়ুন: ইস্তান্বুলে অষ্টম বিশ্ব হালাল সম্মেলন শুরু