২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগান থেকে সেনা সরানো যুক্তরাষ্ট্রের ভুল ছিলঃ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
  • / 114

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানালেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী বলেন,  মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সেনা প্রত্যাহার করে নেওয়ায় আফগানিস্তানকে এখন সন্ত্রাসীদের করে তুলছে তালিবান। এই ধরনের সিদ্ধান্ত আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ভেঙে দেবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবারই জানান, আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ৬০০ সেনা সদস্য পাঠানো হচ্ছে।

একের পর প্রদেশের নিয়ন্ত্রণ নিচ্ছে তালিবান, তাতে যেকোনও সময় কাবুলের পতন হতে পারে। আফগানিস্তানের কান্দাহারের পর এবার লোগার প্রদেশের রাজধানী দখল করে নিল তালেবানরা। এর ফলে সে দেশের রাজধানী কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান। শুক্রবার রাতে লোগারের প্রাদেশিক রাজধানী পুল-ই-আলম দখলে নেয় তালেবান।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা,  মাত্র এক মাসের মধ্যেই কাবুল দখলে নিয়ে নিতে পারে তালেবান এবং ৯০ দিনের মধ্যে তারা পুরো আফগানিস্তানের দখল নিতে পারে। এই অবস্থায় বিপদের মুখে বিদেশি কূটনীতিকরা। দ্রুত আফগানিস্তান থেকে বিদেশি কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের অধিকাংশ বড় শহর দখলে নেওয়ার পর রাজধানী কাবুলের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তালেবান। আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে বলেছেন, শেষ শক্তি দিয়ে তালেবানদের প্রতিরোধ করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগান থেকে সেনা সরানো যুক্তরাষ্ট্রের ভুল ছিলঃ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানালেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী বলেন,  মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সেনা প্রত্যাহার করে নেওয়ায় আফগানিস্তানকে এখন সন্ত্রাসীদের করে তুলছে তালিবান। এই ধরনের সিদ্ধান্ত আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ভেঙে দেবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবারই জানান, আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ৬০০ সেনা সদস্য পাঠানো হচ্ছে।

একের পর প্রদেশের নিয়ন্ত্রণ নিচ্ছে তালিবান, তাতে যেকোনও সময় কাবুলের পতন হতে পারে। আফগানিস্তানের কান্দাহারের পর এবার লোগার প্রদেশের রাজধানী দখল করে নিল তালেবানরা। এর ফলে সে দেশের রাজধানী কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান। শুক্রবার রাতে লোগারের প্রাদেশিক রাজধানী পুল-ই-আলম দখলে নেয় তালেবান।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা,  মাত্র এক মাসের মধ্যেই কাবুল দখলে নিয়ে নিতে পারে তালেবান এবং ৯০ দিনের মধ্যে তারা পুরো আফগানিস্তানের দখল নিতে পারে। এই অবস্থায় বিপদের মুখে বিদেশি কূটনীতিকরা। দ্রুত আফগানিস্তান থেকে বিদেশি কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের অধিকাংশ বড় শহর দখলে নেওয়ার পর রাজধানী কাবুলের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তালেবান। আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে বলেছেন, শেষ শক্তি দিয়ে তালেবানদের প্রতিরোধ করা হবে।