১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৩ জোড়া হিন্দু–মুসলিম–খ্রিস্টান দম্পতির বিবাহ দিল আইইউএমএল এর শাখা সংগঠন, প্রত্যেক দম্পতিকে ২ লক্ষ টাকার উপহার

সামিমা এহসানা
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: ৭৫ বছরে পা দিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। সেই উপলক্ষে তামিলনাড়ু জুড়ে ৭৫ দম্পতির বিয়ে ও তার সঙ্গে প্রচুর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আইইউএমএল এর শাখা সংগঠন দ্য তামিলনাড়ু স্টেট কমিটি অফ অল ইন্ডিয়া মুসলিম সেন্টার কোয়েম্বাটুরে ২৩ জোড়া দম্পতির বিবাহের আয়োজন করেছে। সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান দম্পতির বিবাহ দেওয়া হয়েছে। উপস্থিত ছিল তাদের অভিভাবকরাও। প্রত্যেকের নিজেদের ধর্ম মতে বিবাহের আয়োজন হয়েছিল। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইবেল, কুরআন, ভগবত গীতা।

এছাড়াও তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ গ্রাম করে সোনার গয়না, খাট, গদি, আলমারি, স্টিলের বাসনপত্র, মুদিখানার সামগ্রী। সব মিলিয়ে প্রত্যেক দম্পতিকে ২ লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছে।

প্রায় দু’হাজার জন অতিথির জন্য আমিষ ও নিরামিষ পদের আয়োজনও করা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৩ জোড়া হিন্দু–মুসলিম–খ্রিস্টান দম্পতির বিবাহ দিল আইইউএমএল এর শাখা সংগঠন, প্রত্যেক দম্পতিকে ২ লক্ষ টাকার উপহার

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ৭৫ বছরে পা দিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। সেই উপলক্ষে তামিলনাড়ু জুড়ে ৭৫ দম্পতির বিয়ে ও তার সঙ্গে প্রচুর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আইইউএমএল এর শাখা সংগঠন দ্য তামিলনাড়ু স্টেট কমিটি অফ অল ইন্ডিয়া মুসলিম সেন্টার কোয়েম্বাটুরে ২৩ জোড়া দম্পতির বিবাহের আয়োজন করেছে। সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান দম্পতির বিবাহ দেওয়া হয়েছে। উপস্থিত ছিল তাদের অভিভাবকরাও। প্রত্যেকের নিজেদের ধর্ম মতে বিবাহের আয়োজন হয়েছিল। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইবেল, কুরআন, ভগবত গীতা।

এছাড়াও তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ গ্রাম করে সোনার গয়না, খাট, গদি, আলমারি, স্টিলের বাসনপত্র, মুদিখানার সামগ্রী। সব মিলিয়ে প্রত্যেক দম্পতিকে ২ লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছে।

প্রায় দু’হাজার জন অতিথির জন্য আমিষ ও নিরামিষ পদের আয়োজনও করা হয়েছিল।