০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির পরীক্ষার সূচি বদল 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 55

পুবের কলম প্রতিবেদক: স্নাতক স্তরে বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের ভর্তির প্রবেশিকা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত গণিত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হবে। রসায়নের বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হবে ১৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আগের সূচি অনুযায়ী, রসায়ন বিষয়ের পরীক্ষা ১২ আগস্ট এবং গণিত বিষয়ের পরীক্ষা ১৩ আগস্ট হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এবছর স্নাতক স্তরে বিজ্ঞান শাখার ৪টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে  শিক্ষার্থীদের ভর্তি নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। উক্ত বিষয়গুলির প্রবেশিকা পরীক্ষার জন্য সময়সূচিও ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফ। তবে রসায়নের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বেশ কয়েকজন পড়ুয়া তাতে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারস্থ হন। তাঁরা জানান, ১২ আগস্ট তাঁদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের পরীক্ষা রয়েছে। তাই একইদিনে রসায়নের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হলে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। সেই সকল পড়ুয়ার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ের গণিত ও রসায়ন বিষয়ের প্রবেশিকা পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। তবে ফিজিক্স ও ভূগোল বিষয়ের প্রবেশিকা পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী হবে।

আরও পড়ুন: Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

উল্লেখ্য, বিজ্ঞান শাখার ৪টি বিষয় ছাড়াও কলা বিভাগের ১১টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের তরফে ১১ আগস্ট রাখিবন্ধনের ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওইদিনে থাকা দু’টি বিষয়ের প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ রবিবারই বদল করেছে বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, ইংরেজি ও সোশিওলজির প্রবেশিকা পরীক্ষা ১১ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট হবে।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির পরীক্ষার সূচি বদল 

আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: স্নাতক স্তরে বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের ভর্তির প্রবেশিকা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত গণিত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হবে। রসায়নের বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হবে ১৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আগের সূচি অনুযায়ী, রসায়ন বিষয়ের পরীক্ষা ১২ আগস্ট এবং গণিত বিষয়ের পরীক্ষা ১৩ আগস্ট হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এবছর স্নাতক স্তরে বিজ্ঞান শাখার ৪টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে  শিক্ষার্থীদের ভর্তি নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। উক্ত বিষয়গুলির প্রবেশিকা পরীক্ষার জন্য সময়সূচিও ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফ। তবে রসায়নের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বেশ কয়েকজন পড়ুয়া তাতে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারস্থ হন। তাঁরা জানান, ১২ আগস্ট তাঁদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের পরীক্ষা রয়েছে। তাই একইদিনে রসায়নের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হলে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। সেই সকল পড়ুয়ার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ের গণিত ও রসায়ন বিষয়ের প্রবেশিকা পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। তবে ফিজিক্স ও ভূগোল বিষয়ের প্রবেশিকা পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী হবে।

আরও পড়ুন: Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

উল্লেখ্য, বিজ্ঞান শাখার ৪টি বিষয় ছাড়াও কলা বিভাগের ১১টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের তরফে ১১ আগস্ট রাখিবন্ধনের ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওইদিনে থাকা দু’টি বিষয়ের প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ রবিবারই বদল করেছে বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, ইংরেজি ও সোশিওলজির প্রবেশিকা পরীক্ষা ১১ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট হবে।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর