পুবের কলম, নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতায় এসেছিলেন। দুই দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। এবার বিএনপির চেয়ারপার্সনের জানাজায় অংশ নিতে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন সংবাদমাধ্যমকে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে। সূত্রের খবর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিও ‘জানাজা’য় যোগ দেবেন। ভুটানের বিদেশমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে। পাশাপাশি ‘বন্ধু’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারও থাকবেন সেখানে।
সম্প্রতি বাংলাদেশজুড়ে শুরু হয়েছে ভারতবিরোধী ক্যাম্পেইন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। এর সবটার পিছনে পাক ইন্ধন দেখছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়ংশকরের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এক্স বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর দর্শন ও রাজনৈতিক উত্তরাধিকার দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে।




























