বাড়ানো হতে পারে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নিরাপত্তাও
গোয়েন্দা রিপোর্টের পরই পদক্ষেপ, নিরাপত্তা বাড়ল জয়শঙ্করের

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 99
পুবের কলম ওয়েবডেস্ক: নিরাপত্তা বাড়ানো হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সূত্রের খবর, ২০২৩ সালেই ওয়াই থেকে জেড ক্যাটেগরিতে উন্নীত করা হয়েছিল বিদেশমন্ত্রীর নিরাপত্তা। এবার তা আরও জোরদার করা হল। এস জয়শঙ্করের কনভয়ে এবার থাকবে বুলেটপ্রুফ গাড়ি। একইসঙ্গে মন্ত্রীর দিল্লির বাড়িতেও আরও আঁটসাট করা হল নিরাপত্তা। পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর, বর্তমান ভারত-পাক সংঘাত পরিস্থিতিতেই নেওয়া হল এই পদক্ষেপ।
সম্প্রতি ব্রিটেনে গিয়ে খালিস্তানি চরমপন্থীদের হামলার মুখে পড়েছিলেন বিদেশমন্ত্রী। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই তাঁর নিরাপত্তা বাড়াল কেন্দ্র। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাদের পরামর্শেই এমন পদক্ষেপ করা হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নিরাপত্তাও বাড়ানো হতে পারে বলে খবর।