৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য জলদাপাড়া জঙ্গল সাফারি বন্ধ করা হল

রফিকুল হাসান
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 89

পুবের কলম প্রতিবেদক, আলিপুরদুয়ার: মাদারিহাটে জলদাপাড়া অভয়ারণ্য প্রবেশের মুখে অস্থায়ী সেঁতুটি ভেঙ্গে পড়েছে। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে হলং নদীতে। প্রবল বৃষ্টির জেরে বনদফতরের পক্ষ থেকে জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় অনবরত বৃষ্টির ফলে মাদারিহাট ব্লকের হলং নদীতে জল বৃদ্ধি হয়েছে।

 জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশের মুখে কাঠের সেঁতুটি পূর্বে ভেঙ্গে গিয়েছিল।পরবর্তীতে পাশে বাঁশের অস্থায়ী সাকো বানিয়ে যাতায়াত চলছিল। প্রবল বৃষ্টিতে বুধবার বাঁশের সেই সাঁকোটিও ভেঙে যায়। জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। বনদফতরের পক্ষ থেকে বুধবার থেকে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে। এদিন বহু পর্যটক জঙ্গল সাফারি করার জন্য টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যায়।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের

অন্যদিকে, দার্জিলিং ও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিপাতের দরুন দার্জিলিং ও কালিম্পং সহ ডুয়ার্সের বহু এলাকায় ধস নেমে ভেঙেছে সড়ক। দার্জিলিংয়ে ৫৫ নম্বর জাতীয় সড়কের উপর চেউরি ভিড় এলাকায় ধস নামলে পরে সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে প্রশাসন। সেখানে পুলিশ মোতায়েন করা হয় বলে দার্জিলিংয়ের জেলা শাসক জানান। জোড়বাংলা থেকে বিজনবাড়ি, রিম্বিক থেকে শ্রীখোলা, লোধামা থেকে মানেভঞ্জন, লোধামা থানা থেকে লোধামা বাজার এবং দার্জিলিং-চংটাং যাওয়ার সড়ক বন্ধ রয়েছে ভূমিধসের কারণে। সুখিয়াপোখরি থেকে দুধিয়া আয়রণ ব্রীজ পর্যন্ত সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

আরও পড়ুন: ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকের ধাক্কায় দুই বাংলাদেশী পর্যটকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটকদের জন্য জলদাপাড়া জঙ্গল সাফারি বন্ধ করা হল

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদক, আলিপুরদুয়ার: মাদারিহাটে জলদাপাড়া অভয়ারণ্য প্রবেশের মুখে অস্থায়ী সেঁতুটি ভেঙ্গে পড়েছে। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে হলং নদীতে। প্রবল বৃষ্টির জেরে বনদফতরের পক্ষ থেকে জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় অনবরত বৃষ্টির ফলে মাদারিহাট ব্লকের হলং নদীতে জল বৃদ্ধি হয়েছে।

 জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশের মুখে কাঠের সেঁতুটি পূর্বে ভেঙ্গে গিয়েছিল।পরবর্তীতে পাশে বাঁশের অস্থায়ী সাকো বানিয়ে যাতায়াত চলছিল। প্রবল বৃষ্টিতে বুধবার বাঁশের সেই সাঁকোটিও ভেঙে যায়। জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। বনদফতরের পক্ষ থেকে বুধবার থেকে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে। এদিন বহু পর্যটক জঙ্গল সাফারি করার জন্য টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যায়।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের

অন্যদিকে, দার্জিলিং ও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিপাতের দরুন দার্জিলিং ও কালিম্পং সহ ডুয়ার্সের বহু এলাকায় ধস নেমে ভেঙেছে সড়ক। দার্জিলিংয়ে ৫৫ নম্বর জাতীয় সড়কের উপর চেউরি ভিড় এলাকায় ধস নামলে পরে সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে প্রশাসন। সেখানে পুলিশ মোতায়েন করা হয় বলে দার্জিলিংয়ের জেলা শাসক জানান। জোড়বাংলা থেকে বিজনবাড়ি, রিম্বিক থেকে শ্রীখোলা, লোধামা থেকে মানেভঞ্জন, লোধামা থানা থেকে লোধামা বাজার এবং দার্জিলিং-চংটাং যাওয়ার সড়ক বন্ধ রয়েছে ভূমিধসের কারণে। সুখিয়াপোখরি থেকে দুধিয়া আয়রণ ব্রীজ পর্যন্ত সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

আরও পড়ুন: ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকের ধাক্কায় দুই বাংলাদেশী পর্যটকের মৃত্যু