ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) উপস্থিতিতে ২০১৮ সালের আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, খাশোগি হত্যার বিষয়ে এমবিএস কিছুই জানতেন না।
সৌদির কার্যত শাসক হিসেবে পরিচিত এমবিএসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি সরকারের কড়া সমালোচক খাশোগি ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, অভিযানটি এমবিএসের অনুমোদনেই হয়েছিল। তবে যুবরাজ তা অস্বীকার করে আসছেন।
দুই নেতার বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা করেন, সৌদি আরবকে তিনি ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে মনোনীত করছেন। পাশাপাশি অস্ত্র বিক্রি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে একাধিক সমঝোতার কথাও জানান।
খাশোগি প্রসঙ্গে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, “ঘটনা ঘটেছে, কিন্তু তিনি (এমবিএস) এ সম্পর্কে কিছুই জানতেন না। আমরা এটিকে এড়িয়ে যেতে পারি।” এ সময় সাংবাদিকদের ‘অতিথিকে বিব্রত করার’ জন্য ভর্ৎসনাও করেন তিনি।
এমবিএস বলেন, খাশোগির মৃত্যু ‘বেদনাদায়ক’, এবং সরকার যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
খাশোগি হত্যাকাণ্ড এবং দেশে ভিন্নমত দমনের অভিযোগে যুবরাজ আন্তর্জাতিক মহলে সমালোচিত হলেও কিছু সামাজিক সংস্কারের মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন।



























