০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামিয়ার অধ্যাপকে আপত্তি, এবিভিপি’র চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে গুজরাতে বাতিল সেমিনার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে এক অধ্যাপককে আমন্ত্রণ জানানো নিয়ে চরম বিতর্কের সূত্রপাত করলেন এবিভিপির কর্মীরা। বাধ্য হয়ে বুধবারের সেই সেমিনার বাতিল করে দিল গুজরাতের বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় (এমএসইউ)।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা সেমিনারে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের অংশগ্রহণে আপত্তি জানান।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

এবিভিপি’র একজন নেতার দাবি, অধ্যাপক জুবাইয়ের মিনাই একজন কমিউনিস্ট। তিনি দেশবিরোধী মন্তব্য করার জন্য পরিচিত। ভারত বিরোধী মন্তব্যকারিদের এবিভিপি বরদাস্ত করবে না।

আরও পড়ুন: ক্যাম্পাসে নিষিদ্ধ বিক্ষোভ, ওসমানিয়া কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি ঘিরে অশান্তির চেষ্টা এবিভিপির

প্রসঙ্গত, এমএসইউ বুধবার তাদের কলেজ ক্যাম্পাসে ‘যৌথ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈচিত্র্যকে সম্মান জানানো’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিদ্যার অধ্যাপক মিনাই। কিন্তু সেই সেমিনার শুরু হতেই এবিভিপি’র সদস্যরা তা বয়কট করে ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন। সেমিনারটি বাতিলের দাবি তোলে তারা। ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে।  সেখানে দেখা গেছে, সোশ্যাল ওয়ার্ক বিভাগের ডিন ডা. ভাবনা মেহতার সামনে সোচ্চার হয় তারা।  এবিভিপি সদস্যদের একজন প্রশ্ন তোলেন, ভারত বিরোধী মন্তব্য করেন সেই রকম একজন শিক্ষাবিদকে কেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে? আর কোনও শিক্ষাবিদকে কি খুঁজে পাওয়া গেল না? এমনকী তারা হুঁশিয়ারি দিয়ে ডিন ডা.ভাবনা মেহতার সামনে বলেন, এই ধরনের মানুষকে ভবিষ্যতে যেন আর না ডাকা হয়।  এবিভিপি-এর এমএসইউ ইউনিটের সভাপতি ধ্রুব পারেখ বলেন, যারা ভারত বিরোধী মানসিকতা পোষণ করেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের সহ্য করবে না।  উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিদ্যার অধ্যাপক মিনাই একজন কমিউনিস্ট বলেই পরিচিত। এর আগে তাঁকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ মতাদর্শী প্রয়াত নানাজি দেশমুখের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিয়ার অধ্যাপকে আপত্তি, এবিভিপি’র চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে গুজরাতে বাতিল সেমিনার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে এক অধ্যাপককে আমন্ত্রণ জানানো নিয়ে চরম বিতর্কের সূত্রপাত করলেন এবিভিপির কর্মীরা। বাধ্য হয়ে বুধবারের সেই সেমিনার বাতিল করে দিল গুজরাতের বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় (এমএসইউ)।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা সেমিনারে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের অংশগ্রহণে আপত্তি জানান।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

এবিভিপি’র একজন নেতার দাবি, অধ্যাপক জুবাইয়ের মিনাই একজন কমিউনিস্ট। তিনি দেশবিরোধী মন্তব্য করার জন্য পরিচিত। ভারত বিরোধী মন্তব্যকারিদের এবিভিপি বরদাস্ত করবে না।

আরও পড়ুন: ক্যাম্পাসে নিষিদ্ধ বিক্ষোভ, ওসমানিয়া কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি ঘিরে অশান্তির চেষ্টা এবিভিপির

প্রসঙ্গত, এমএসইউ বুধবার তাদের কলেজ ক্যাম্পাসে ‘যৌথ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈচিত্র্যকে সম্মান জানানো’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিদ্যার অধ্যাপক মিনাই। কিন্তু সেই সেমিনার শুরু হতেই এবিভিপি’র সদস্যরা তা বয়কট করে ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন। সেমিনারটি বাতিলের দাবি তোলে তারা। ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে।  সেখানে দেখা গেছে, সোশ্যাল ওয়ার্ক বিভাগের ডিন ডা. ভাবনা মেহতার সামনে সোচ্চার হয় তারা।  এবিভিপি সদস্যদের একজন প্রশ্ন তোলেন, ভারত বিরোধী মন্তব্য করেন সেই রকম একজন শিক্ষাবিদকে কেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে? আর কোনও শিক্ষাবিদকে কি খুঁজে পাওয়া গেল না? এমনকী তারা হুঁশিয়ারি দিয়ে ডিন ডা.ভাবনা মেহতার সামনে বলেন, এই ধরনের মানুষকে ভবিষ্যতে যেন আর না ডাকা হয়।  এবিভিপি-এর এমএসইউ ইউনিটের সভাপতি ধ্রুব পারেখ বলেন, যারা ভারত বিরোধী মানসিকতা পোষণ করেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের সহ্য করবে না।  উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিদ্যার অধ্যাপক মিনাই একজন কমিউনিস্ট বলেই পরিচিত। এর আগে তাঁকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ মতাদর্শী প্রয়াত নানাজি দেশমুখের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!