অপারেশন সিঁদুর নিয়ে বলিউডের নীরবতা নিয়ে সরব জাভেদ আখতার
- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 108
পুবের কলম, ওয়েব ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাক ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এই অপারেশন সিঁদুর নিয়ে ছবি তৈরির উৎসাহ বেশ লক্ষ্য করা গিয়েছিল বলিউডে।
তবে ভারতীয় সেনার এই অভিযান নিয়ে বেশ কিছু তারকা মুখ খুললেও নীরব ছিল বলিউডের একাংশ। যা নিয়ে সমালোচনাও হয়েছে। এবার বলিউড তারকাদের নীরব থাকা নিয়ে মুখ খুললেন প্রবীণ গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে এপ্রসঙ্গে জাভেদ আখতার বলেন, ‘আমি এটি সম্পর্কে (অপারেশন সিঁদুর) কথা বলেছি, আমি চুপ থাকিনি। কখনও লোকেরা আমার কথা পছন্দ নাও করতে পারে। কিন্তু আমি যা সত্য বলে মানি, সেটাই মানি।’
তিনি আরও বলেন, ‘আবার অনেক মানুষ অরাজনৈতিকও হয়। কিছু মানুষ কেবল তাঁদের নিজস্ব কাজেই ব্যস্ত থাকে। যদি তাঁরা কথা না বলে, তাহলে তাই হোক। এতে আপত্তির কিছু নেই। কিছু মানুষ তো কথা বলছে। বাকিরা হয়তো অন্যরা বিভিন্ন লক্ষ্যের পেছনে ছুটছে। তাঁরা আরও অর্থ বা খ্যাতি অর্জন করতে চায়। তাঁদের সেটাই করতে দিন। আমাদের সবসময় জিজ্ঞাসা করা উচিত নয় যে তাঁরা কেন বলেনি।’ তবে নিজের মন্তব্যের মাধ্যমে তিনি সমালোচিত তারকাদের সমর্থন জানালেন নাকি কটাক্ষই করলেন, তা নিয়ে চলছে কানাঘুষো।