কেন্দ্র সরকারকে তুলোধোনা রাজ্যসভায়
পহেলগাম হামলায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জয়া বচ্চনের

- আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্ক : রাজ্যসভায় বুধবার এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, সরকার জম্মু-কাশ্মীরে ‘সব কিছু স্বাভাবিক’ বলে দাবি করেছিল, অথচ সেই দাবির ফাঁদেই পড়ে সাধারণ মানুষ প্রাণ হারালেন পহেলগামে।
জয়া বচ্চন বলেন, “সরকার জনগণকে প্রতারিত করেছে। যদি তারা এত বড় বড় দাবি না করত, তাহলে পর্যটকরা সেখানে যেতেন না, আর তাদের প্রাণও যেত না। সরকারকে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে।”
তিনি আরও বলেন, “আশ্চর্যের বিষয়, হামলাকারীরা ধর্ম জিজ্ঞাসা করে মানুষের সামনে তাদের প্রিয়জনদের হত্যা করেছে। পহেলগাম হামলায় যাঁরা মারা গেছেন, তাঁদের স্ত্রীর সিঁদুর মুছে গেছে। সেই হামলার জবাবি অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ রাখা কি উপযুক্ত হয়েছে?”
তিনি আরও বলেন, “সরকার যদি ২৬ জন নিরীহ মানুষকে রক্ষা করতে না পারে, তাহলে অস্ত্র বানিয়ে কী লাভ? মানবিকতা থাকা উচিত। অস্ত্র দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনুন যে, সরকার তাদের রক্ষা করতে সক্ষম।”