২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 75

পুবের কলম,ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীর সরকার (J&K Govt’s) হালে ২৫ টি বই সে রাজ্যে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে। নিষিদ্ধ বইয়ের মধ্যে এ জি নুরানি, অরুন্ধতী রায়ের মতো বিখ্যাত ব্যক্তিদের লেখা বইও রয়েছে। জম্মু-কাশ্মীর সরকারের (J&K Govt’s) এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন কাশ্মীরের আইনজীবী সাকির সাবির। একইসঙ্গে তিনি ভারতীয় ন্যায়সংহিতার ৯৮ ধারাকেও চ্যালেঞ্জ করেছেন। ওই ধারাতেই রাজ্য সরকারকে কোনও বই বা প্রকাশিত কিছু নিষিদ্ধ করে বাজেয়াপ্ত করে প্রকাশকের নামে তল্লাশি ওয়ার্যান্ট জারির অধিকার দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবির মামলা দ্রুত শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

আরও পড়ুন: আম্বানি পুত্রের চিড়িয়াখানায় তদন্তে যাবে শীর্ষ কোর্টের তদন্ত দল

 

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

সাবিরের হয়ে সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে সওয়াল করেন। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা বলেছেন, এই নিয়ে জনস্বার্থের মামলা শুনবে না সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেছেন, আবেদনকারী জম্মু-কাশ্মীর হাইকোর্টে আবেদন করতে পারেন।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court ) বেঞ্চ জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে, হাইকোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কোনও বেঞ্চের কাছে যেন এই মামলাটি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, সম্প্রতি একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে, হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসছেন জনস্বার্থ আবেদনকারীরা। অথচ এইসব বিষয়ে হাইকোর্ট যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।

 

গত ৫ আগস্ট এই বইগুলিকে নিষিদ্ধ করা হয় । বলা হয়েছে, এই বইগুলি যুবকদের চরমপন্থার প্রতি আকৃষ্ট করছে। সুমন্ত্র বসুর কনস্টেটেড ল্যাণ্ডস এবং কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোড বইদুটি, এজি নুরানির কাশ্মীর ডিসপুটস ১৯৪৭-২০১২ বইটি, সাংবাদিক অনুরাধা ভাসিনের আ ডিসম্যান্টেলড স্টেট( আনটোল্ড স্টোরি অফ কাশ্মীর আফটার আর্টিকেল ৩৭০),অরুন্ধতী রায়ের আজাদি এবং কাশ্মীর অ্যান্ড দ্য ফিউচার অফ সাউথ এশিয়া বইটিও। অরুন্ধতী রায়ের দ্বিতীয় বইটি সম্পাদনা করেছেন ঐতিহাসিক সুগত বসু এবং তাঁর স্ত্রী ঐতিহাসিক আয়েশা জালাল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীর সরকার (J&K Govt’s) হালে ২৫ টি বই সে রাজ্যে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে। নিষিদ্ধ বইয়ের মধ্যে এ জি নুরানি, অরুন্ধতী রায়ের মতো বিখ্যাত ব্যক্তিদের লেখা বইও রয়েছে। জম্মু-কাশ্মীর সরকারের (J&K Govt’s) এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন কাশ্মীরের আইনজীবী সাকির সাবির। একইসঙ্গে তিনি ভারতীয় ন্যায়সংহিতার ৯৮ ধারাকেও চ্যালেঞ্জ করেছেন। ওই ধারাতেই রাজ্য সরকারকে কোনও বই বা প্রকাশিত কিছু নিষিদ্ধ করে বাজেয়াপ্ত করে প্রকাশকের নামে তল্লাশি ওয়ার্যান্ট জারির অধিকার দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবির মামলা দ্রুত শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

আরও পড়ুন: আম্বানি পুত্রের চিড়িয়াখানায় তদন্তে যাবে শীর্ষ কোর্টের তদন্ত দল

 

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

সাবিরের হয়ে সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে সওয়াল করেন। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা বলেছেন, এই নিয়ে জনস্বার্থের মামলা শুনবে না সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেছেন, আবেদনকারী জম্মু-কাশ্মীর হাইকোর্টে আবেদন করতে পারেন।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court ) বেঞ্চ জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে, হাইকোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কোনও বেঞ্চের কাছে যেন এই মামলাটি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, সম্প্রতি একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে, হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসছেন জনস্বার্থ আবেদনকারীরা। অথচ এইসব বিষয়ে হাইকোর্ট যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।

 

গত ৫ আগস্ট এই বইগুলিকে নিষিদ্ধ করা হয় । বলা হয়েছে, এই বইগুলি যুবকদের চরমপন্থার প্রতি আকৃষ্ট করছে। সুমন্ত্র বসুর কনস্টেটেড ল্যাণ্ডস এবং কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোড বইদুটি, এজি নুরানির কাশ্মীর ডিসপুটস ১৯৪৭-২০১২ বইটি, সাংবাদিক অনুরাধা ভাসিনের আ ডিসম্যান্টেলড স্টেট( আনটোল্ড স্টোরি অফ কাশ্মীর আফটার আর্টিকেল ৩৭০),অরুন্ধতী রায়ের আজাদি এবং কাশ্মীর অ্যান্ড দ্য ফিউচার অফ সাউথ এশিয়া বইটিও। অরুন্ধতী রায়ের দ্বিতীয় বইটি সম্পাদনা করেছেন ঐতিহাসিক সুগত বসু এবং তাঁর স্ত্রী ঐতিহাসিক আয়েশা জালাল।