০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেল করেও চাকরি! এবার প্রাইমারি নিয়েও জনস্বার্থ মামলা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার
  • / 17

পুবের কলম প্রতিবেদক: প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরির পরীক্ষায় ফেল করেও শিক্ষক হয়েছেন। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগে দুর্নীতির অভিযোগ করে জনস্বার্থ মামলা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার অবশ্য দাবি করেছে, নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে তাই আদালতে আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। যদিও রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে বলেছে হাইকোর্ট।

জানা গিয়েছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। মামলাকারীর দাবি, প্রাইমারি স্কুলে ২০১৪ সালের প্যানেল থেকে এখনও নিয়োগ করা হচ্ছে। এ বছরও নিয়োগের জন্য সরকারি নোটিশ জারি হয়েছে। আরও বলা হচ্ছে, গত এক বছরে ছয় দফায় এমন নিয়োগ হয়েছে। অপর এক আবেদনকারীর দাবি, তিনি ২০১৪ সালে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু অকৃতকার্য হয়েও পল্লবী মান্না নামে এক তরুণী হুগলির মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

এ নিয়ে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, এই নিয়োগগুলি সম্পূর্ণ আলাদা। ২০১৪ সালের টেটের সঙ্গে এই নিয়োগের কোনও সম্পর্ক নেই। তারপরই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে তাদের বক্তব্য হলফনামার আকারে দুই সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২১ জুন।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেল করেও চাকরি! এবার প্রাইমারি নিয়েও জনস্বার্থ মামলা

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরির পরীক্ষায় ফেল করেও শিক্ষক হয়েছেন। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগে দুর্নীতির অভিযোগ করে জনস্বার্থ মামলা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার অবশ্য দাবি করেছে, নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে তাই আদালতে আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। যদিও রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে বলেছে হাইকোর্ট।

জানা গিয়েছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। মামলাকারীর দাবি, প্রাইমারি স্কুলে ২০১৪ সালের প্যানেল থেকে এখনও নিয়োগ করা হচ্ছে। এ বছরও নিয়োগের জন্য সরকারি নোটিশ জারি হয়েছে। আরও বলা হচ্ছে, গত এক বছরে ছয় দফায় এমন নিয়োগ হয়েছে। অপর এক আবেদনকারীর দাবি, তিনি ২০১৪ সালে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু অকৃতকার্য হয়েও পল্লবী মান্না নামে এক তরুণী হুগলির মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

এ নিয়ে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, এই নিয়োগগুলি সম্পূর্ণ আলাদা। ২০১৪ সালের টেটের সঙ্গে এই নিয়োগের কোনও সম্পর্ক নেই। তারপরই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে তাদের বক্তব্য হলফনামার আকারে দুই সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২১ জুন।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে