০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কমছে যাত্রীর সংখ্যা, খরচ সামলাতে হিমশিম খাচ্ছে জোকা-তারাতলা মেট্রো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 6

প্রতীকী ছবি

 

পুবের কলম প্রতিবেদক:  খুব উৎসাহ নিযে শুরু হয়েছিল জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা। কিন্তু ১০০ টাকা আয় করতে খরচ ৪৫০ টাকা। কলকাতা মেট্রোর উপর বেড়েই চলেছে আর্থিক বোঝা। জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা চালু হওয়ায় বাড়ছে খরচ। প্রতিদিন কমছে যাত্রী, কমছে টিকিট বিক্রির আয়। দৈনিক ১২ মেট্রো ট্রিপের পয়সা তুলতে হিমশিম রেল। অবশ্য ভবিষ্যতে মোমিনপুর পর্যন্ত পরিষেবা শুরু হলে ক্ষতির বোঝা কমবে বলে আশাবাদী রেল।

জোকা থেকে তারাতলা মেট্রো চালু করে ক্ষতির বহর বাড়ছে কলকাতা মেট্রোর। অপারেটিং রেশিও দেখে মাথায় হাত মেট্রো রেলের আধিকারিকদের। সোম থেকে শুক্রবার মাত্র ৫ দিন জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল করে৷ দিনে ১২টি করে মেট্রো চলাচল করে৷ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপাতত চালু রয়েছে পরিষেবা৷ প্রথম দিনের যাত্রা পথে যা উৎসাহ দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে কমছে।

মেট্রোর টিকিট বিক্রির যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী,  চলতি সপ্তাহে সোমবার যাত্রী ছিল ৫০০৩ জন৷ সোমবার আয় হয় ৭২০০০ টাকা।মঙ্গলবার যাত্রী ছিল ৩১০২ জন,  আয় হয় ৪৪০০০ টাকা।

বুধবার যাত্রী ছিল ২৭২৪ জন.  আয় ছিল ৩৬৫০০ টাকা। বৃহস্পতিবার যাত্রী ছিল ২১৩৭ জন, আয় কমে হয় ৩৩০০০ টাকা৷ শুক্রবার যাত্রী ছিল ২৫৬০ জন, শুক্রবার দাঁড়ায় ৩৬২০০ টাকা।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২টি ট্রেন চলছে। ওয়ান লাইন, ওয়ান সার্ভিস হিসাবে৷ আপ লাইনে চলে ৬টি ট্রেন। ডাউন লাইনে চলে ৬টি। আর যাত্রা শুরুর প্রথম সপ্তাহে যেভাবে ধারাবাহিক ভাবে যাত্রীর সংখ্যা কমছে ও আয় কমছে তাতে কার্যত মাথায় হাত মেট্রো রেলের আধিকারিকদের।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী। জোকা থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রো চলাচল করলেই যাত্রী বাড়বে। এছাড়া আরও কয়েকদিনে মানুষ এই অংশে যে মেট্রো চলছে তা জেনে যাবেন। তবে ততদিন পর্যন্ত মেট্রোর আর্থিক বোঝা বেড়েই চলেছে। ফলে জোকা থেকে তারাতলা পরিষেবা মেট্রো রেলের কাছে খানিকটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে গেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমছে যাত্রীর সংখ্যা, খরচ সামলাতে হিমশিম খাচ্ছে জোকা-তারাতলা মেট্রো

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম প্রতিবেদক:  খুব উৎসাহ নিযে শুরু হয়েছিল জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা। কিন্তু ১০০ টাকা আয় করতে খরচ ৪৫০ টাকা। কলকাতা মেট্রোর উপর বেড়েই চলেছে আর্থিক বোঝা। জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা চালু হওয়ায় বাড়ছে খরচ। প্রতিদিন কমছে যাত্রী, কমছে টিকিট বিক্রির আয়। দৈনিক ১২ মেট্রো ট্রিপের পয়সা তুলতে হিমশিম রেল। অবশ্য ভবিষ্যতে মোমিনপুর পর্যন্ত পরিষেবা শুরু হলে ক্ষতির বোঝা কমবে বলে আশাবাদী রেল।

জোকা থেকে তারাতলা মেট্রো চালু করে ক্ষতির বহর বাড়ছে কলকাতা মেট্রোর। অপারেটিং রেশিও দেখে মাথায় হাত মেট্রো রেলের আধিকারিকদের। সোম থেকে শুক্রবার মাত্র ৫ দিন জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল করে৷ দিনে ১২টি করে মেট্রো চলাচল করে৷ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপাতত চালু রয়েছে পরিষেবা৷ প্রথম দিনের যাত্রা পথে যা উৎসাহ দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে কমছে।

মেট্রোর টিকিট বিক্রির যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী,  চলতি সপ্তাহে সোমবার যাত্রী ছিল ৫০০৩ জন৷ সোমবার আয় হয় ৭২০০০ টাকা।মঙ্গলবার যাত্রী ছিল ৩১০২ জন,  আয় হয় ৪৪০০০ টাকা।

বুধবার যাত্রী ছিল ২৭২৪ জন.  আয় ছিল ৩৬৫০০ টাকা। বৃহস্পতিবার যাত্রী ছিল ২১৩৭ জন, আয় কমে হয় ৩৩০০০ টাকা৷ শুক্রবার যাত্রী ছিল ২৫৬০ জন, শুক্রবার দাঁড়ায় ৩৬২০০ টাকা।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২টি ট্রেন চলছে। ওয়ান লাইন, ওয়ান সার্ভিস হিসাবে৷ আপ লাইনে চলে ৬টি ট্রেন। ডাউন লাইনে চলে ৬টি। আর যাত্রা শুরুর প্রথম সপ্তাহে যেভাবে ধারাবাহিক ভাবে যাত্রীর সংখ্যা কমছে ও আয় কমছে তাতে কার্যত মাথায় হাত মেট্রো রেলের আধিকারিকদের।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী। জোকা থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রো চলাচল করলেই যাত্রী বাড়বে। এছাড়া আরও কয়েকদিনে মানুষ এই অংশে যে মেট্রো চলছে তা জেনে যাবেন। তবে ততদিন পর্যন্ত মেট্রোর আর্থিক বোঝা বেড়েই চলেছে। ফলে জোকা থেকে তারাতলা পরিষেবা মেট্রো রেলের কাছে খানিকটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে গেল।