‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে সাংবাদিকের উপর হামলা, ‘ভয় পাই না’ বললেন আক্রান্ত নিখিল ওয়াগলে

- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 13
মুম্বই, ১১ ফেব্রুয়ারি: প্রকাশ্য রাস্তায় সাংবাদিকের গাড়ি ঘিরে ধরে হামলা চালাল হিন্দুত্ববাদীরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক নিখিল ওয়াগলে। তাঁর গাড়ি ঘিরে ধরে রড-লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি লক্ষ করে ছোড়া হয় ডিম এবং কালি। রড়-লাঠি দিয়ে ভেঙে ফেলা হয় উইন্ডস্ক্রিন এবং জানালার কাচ। ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে হিন্দুত্ববাদীরা। রক্ষা পায়নি নিখিলের মহিলা সহকর্মীরাও। এধরনের কাপুরুষোচিত হামলাকে ভয় পাওয়ার সংস্কৃতি আমাদের নেই। দেশে হিন্দু-পাকিস্তান করতে দেব না, তাঁর জন্য ফের জীবনের ঝুঁকি নেবেন বলেও জানান এই বর্ষীয়ান সাংবাদিক নিখিল ওয়াগলে।
STORY | Journalist Nikhil Wagle’s car attacked by BJP workers for ‘offensive’ remarks on Modi, Advani
READ: https://t.co/Z8qIEPLpSS
VIDEO |
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/rIeMuSrREZ
— Press Trust of India (@PTI_News) February 9, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানিকে নিয়ে খবর করার কারণেই তাঁর উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদি এবং লালকৃষ্ণ আডবানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ওই সাংবাদিক। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের পুনেতে সাংবাদিক নিখিল ওয়াগলের উপর হামলার ঘটনা ঘটে।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে হামলার প্রতিবাদ জানিয়েছেন তিনি। ওয়াগলে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৬টি হামলার মুখে পড়লাম। তবে গতকাল সবচেয়ে ভয়াবহ হামলার সাক্ষী থাকলাম। পাথর, লাঠি, হকি স্টিক, রড, ডিম, কালি নিয়ে হামলা চলল। মাত্র আধঘণ্টার মধ্যেই চারবার আমাদের ঘিরে ফেলা হয়।” পুলিশের মদতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত সাংবাদিক। অন্যদিকে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। বিজেপি কর্মী হলেও তাদের ছাড়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।