২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না’:  বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 33

পারিজাত মোল্লা:   আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তিনি মুখ খুললেন তাঁর ‘সহকর্মী’  আরেক বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিক্ষোভ প্রদর্শন নিয়ে। ‘পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে’।  মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত সোমবার কলকাতা হাইকোর্টের ১৩ নং কোর্টে  বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশ। তাঁকে এজলাসে  প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে বিভাজন।

আইনজীবীদের একাংশ তাঁর এজলাস বয়কট করেছে, একাধিক জায়গায় পোস্টার পর্যন্ত পড়েছে। বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন,  ‘বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। যারা এই চেষ্টা করছে তাঁদের খুঁজে বের করা দরকার’।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ সব নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায়,  বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে। এত সাহস কোন দুর্বৃত্তদের,  তা খুঁজে বের করে আনা জরুরি।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

বিচারপতি এও জানান,  তিনি ২৩ বছর ধরে কলকাতা হাইকোর্টে আইনজীবী ছিলেন,  শেষ ৫ বছর বিচারপতি হিসেবে আছেন, এই পরিস্থিতি তৈরি হতে আগে কখনও দেখেননি।    তিনি শুনেছেন যে শাসক দলের থেকে কেউ কিছু করেনি। তবে যারা করেছেন তাদের খুঁজে বের করতে হবে। বিষয়টি তদন্তসাপেক্ষ’।

আরও পড়ুন: কি করেছে শুভেন্দু? অভিজিতের মন্তব্যে তোলপাড়, দুর্নীতিগ্রস্তকে আড়াল করছেন খোঁচা কুণালের

পাশাপাশি  তাঁর হুঁশিয়ারি, ‘বিচারব্যবস্থাকে এইভাবে সন্ত্রস্ত করা যাবে না’। গত সোমবার সকাল দশটা  থেকে অশান্তি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সকালে কোর্ট খুলতেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। বেলা একটু বাড়তেই অভিযোগ ওঠে,  এই আইনজীবীরা অন্য আইনজীবীদেরও বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে দিচ্ছেন না। এদিন আদালত অবমাননা রুল ইস্যু করেছেন বিচারপতি রাজশেখর মান্থার। প্রধান বিচারপতি এই মামলার রায় দেবেন বলে জানা গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না’:  বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পারিজাত মোল্লা:   আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তিনি মুখ খুললেন তাঁর ‘সহকর্মী’  আরেক বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিক্ষোভ প্রদর্শন নিয়ে। ‘পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে’।  মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত সোমবার কলকাতা হাইকোর্টের ১৩ নং কোর্টে  বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশ। তাঁকে এজলাসে  প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে বিভাজন।

আইনজীবীদের একাংশ তাঁর এজলাস বয়কট করেছে, একাধিক জায়গায় পোস্টার পর্যন্ত পড়েছে। বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন,  ‘বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। যারা এই চেষ্টা করছে তাঁদের খুঁজে বের করা দরকার’।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ সব নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায়,  বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে। এত সাহস কোন দুর্বৃত্তদের,  তা খুঁজে বের করে আনা জরুরি।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

বিচারপতি এও জানান,  তিনি ২৩ বছর ধরে কলকাতা হাইকোর্টে আইনজীবী ছিলেন,  শেষ ৫ বছর বিচারপতি হিসেবে আছেন, এই পরিস্থিতি তৈরি হতে আগে কখনও দেখেননি।    তিনি শুনেছেন যে শাসক দলের থেকে কেউ কিছু করেনি। তবে যারা করেছেন তাদের খুঁজে বের করতে হবে। বিষয়টি তদন্তসাপেক্ষ’।

আরও পড়ুন: কি করেছে শুভেন্দু? অভিজিতের মন্তব্যে তোলপাড়, দুর্নীতিগ্রস্তকে আড়াল করছেন খোঁচা কুণালের

পাশাপাশি  তাঁর হুঁশিয়ারি, ‘বিচারব্যবস্থাকে এইভাবে সন্ত্রস্ত করা যাবে না’। গত সোমবার সকাল দশটা  থেকে অশান্তি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সকালে কোর্ট খুলতেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। বেলা একটু বাড়তেই অভিযোগ ওঠে,  এই আইনজীবীরা অন্য আইনজীবীদেরও বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে দিচ্ছেন না। এদিন আদালত অবমাননা রুল ইস্যু করেছেন বিচারপতি রাজশেখর মান্থার। প্রধান বিচারপতি এই মামলার রায় দেবেন বলে জানা গেছে।