১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিচারব্যবস্থা সংশোধন: গণবিক্ষোভের মুখে পিছু হটলেন নেতানিয়াহু

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 107

পুবের কলম,ওয়েবডেস্ক: বিক্ষোভের মুখে অবশেষে বিচারব্যবস্থা সংশোধনের পরিকল্পনা থেকে পিছু হটেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া ভাষণে এই পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিল করার ঘোষণা দেননি তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমাদের জনগণের মধ্যে ফাটল আটকাতে এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। দেশকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করতে প্রস্তুত নন জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, সমাধান খুঁজে পেতে তিনি সম্ভাব্য সব কিছু করবেন। উগ্রবাদী সংখ্যালঘুরা ইসরাইলকে বিভক্ত করতে প্রস্তুত বলেও অভিযোগ করেছেন তিনি। নেতানিয়াহুর ঘোষণার পর ইসরাইলের ট্রেড ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে।

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চেয়েছিল নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হল, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট। এই বিতর্কিত সিদ্ধান্তের বিরদ্ধে একত্রিত হন ইসরাইলের সব মানুষ। গত দুই দিন তাদের মধ্যে অভূতপূর্ব একতা দেখা যায়। সোমবার ইসরাইলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা দেয়। প্রধান বিমানবন্দর থেকে শুরু করে দোকান, ব্যাঙ্ক, এমনকি হাসপাতালের সেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাদের এক হওয়ার একটাই কারণ ছিল-প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন এই সংশোধনের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য করা।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারব্যবস্থা সংশোধন: গণবিক্ষোভের মুখে পিছু হটলেন নেতানিয়াহু

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিক্ষোভের মুখে অবশেষে বিচারব্যবস্থা সংশোধনের পরিকল্পনা থেকে পিছু হটেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া ভাষণে এই পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিল করার ঘোষণা দেননি তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমাদের জনগণের মধ্যে ফাটল আটকাতে এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। দেশকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করতে প্রস্তুত নন জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, সমাধান খুঁজে পেতে তিনি সম্ভাব্য সব কিছু করবেন। উগ্রবাদী সংখ্যালঘুরা ইসরাইলকে বিভক্ত করতে প্রস্তুত বলেও অভিযোগ করেছেন তিনি। নেতানিয়াহুর ঘোষণার পর ইসরাইলের ট্রেড ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে।

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চেয়েছিল নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হল, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট। এই বিতর্কিত সিদ্ধান্তের বিরদ্ধে একত্রিত হন ইসরাইলের সব মানুষ। গত দুই দিন তাদের মধ্যে অভূতপূর্ব একতা দেখা যায়। সোমবার ইসরাইলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা দেয়। প্রধান বিমানবন্দর থেকে শুরু করে দোকান, ব্যাঙ্ক, এমনকি হাসপাতালের সেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাদের এক হওয়ার একটাই কারণ ছিল-প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন এই সংশোধনের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য করা।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা