১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুহি-জয়ের প্রেমকাহিনি: জয়ের কথা লুকোতে চেয়েছিলেন জুহি চাওলা, কেন জানুন

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 100

পুবের কলম ওয়েবডেস্ক: কেয়ামত সে কেয়ামত দিয়ে বলিউডে আবির্ভাব। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর বাবলি ইমেজের জন্য তিনি বলিউডে বিশেষভাবে পরিচিত। প্রথমদিকে আমির খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় শুরু। তারপর শাহরুখ খানের সঙ্গেও তাঁর জুটি দর্শকরা ভীষণভাবে সমাদৃত করেছে।

কি..কি..কি…  কিরণ, ডর সিনেমায় শাহরুখের সেই বিখ্যাত ডায়লগ যে নায়িকাকে ঘিরে তৈরি হয়েছিল তিনি হলেন জুহি চাওলা। তিন দশক সিনেমায় কাটানোর পরও জুহি চাওলার ব্যক্তিগত জীবন সেভাবে স্পটলাইটে আসে না। তিনি যে বিবাহিত, একটা সময় জুহি তা প্রকাশ করতে চায়নি। পাছে তার ফিল্ম কেরিয়ারে প্রভাব ফেলে।

১৯৯৫ সালে মেহতা গ্রুপের চেয়ারম্যান জয় মেহতাকে বিয়ে করেন। জয় মেহতা ছিলেন এবং সদ্য তাঁর প্রথম স্ত্রীকে হারিয়ে ছিলেন। জয় মেহতার সঙ্গে একপ্রকার লুকিয়ে বিয়ে করেন বাবলি কুইন জুহি চাওলা। তিনি শুধু মেহতা গ্রুপের চেয়ারম্যান নন বর্তমানে জুহি-শাহরুখ জুটির কলকাতা নাইটরাইডারের সহ কর্ণধার।

১৯৬১ সালে ১৮ সালে জয় মেহতা জন্মগ্রহণ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সুইৎজারল্যান্ড থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৮৪ সালে বিড়লা পরিবারের মেয়ে সুজাতা বিড়লাকে বিয়ে করেন। ১৯৯০ সালে একটি প্লেন দুর্ঘটনায় সুজাতা বিড়লা মারা যান। স্ত্রী মারা যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জয় মেহতা।

সেই সময় ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের মাধ্যমে জয় মেহতার সঙ্গে আলাপ হয় জুহি চাওলার। প্রথমে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

মেহতা গ্রুপের চেয়ারম্যান জয় মেহতার মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ১৬১ কোটি টাকা। সিমেন্ট, প্যাকেজিং, হর্টিকালচার এবং বিল্ডিং তৈরির ম্যাটেরিয়াল তৈরি করে মেহতা গ্রুপ। মুম্বইয়ের মালবার হিলে মেয়ে জাহ্নবী এবং অর্জুনকে নিয়ে থাকেন জুহি চাওলা।

২০২৪ সালে জুহি চাওলা ভারতে ধনীতম নায়িকার শিরোপা পান। হুরুন রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। কলকাতা নাইট রাউডারে জুহির পার্টনার শাহরুখ খানও ধনীতম নায়কের শিরোপা পান। ২০০৭ সালে জয় মেহতা, জুহি এবং শাহরুখের সঙ্গে ৬২৪ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কেনেন। সেই সময় জয় মেহতা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমানে আইপিএল-এ নাইট রাইডার্স একটি গুরুত্বপূর্ণ দল।

জুহি চাওলা একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন একটি পার্টিতে জয় মেহতার সঙ্গে আলাপ হয়। সেই সময় জুহি চাওলার মা মারা যান। ভেঙে পড়েছিলেন জুহি চাওলা। সেই সময় জয় মেহতার মা তাঁর পাশে দাঁড়ান। অভিনয় চালিয়ে যেতে বলেন। বর্তমানে জুহির মেয়ে জাহ্নবি কেকেআর ২০২৫-এর অকশনে রিপ্রেসেন্ট করেছে। সব মিলিয়ে জুহি-জয়ের প্রায় তিন দশকের বিবাহিত জীবন। যা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আগামীতে জুহি-জয় তাঁদের ছেলে অর্জুন এবং মেয়ে জাহ্নবীকে সুন্দরভাবে জীবন কাটান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুহি-জয়ের প্রেমকাহিনি: জয়ের কথা লুকোতে চেয়েছিলেন জুহি চাওলা, কেন জানুন

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কেয়ামত সে কেয়ামত দিয়ে বলিউডে আবির্ভাব। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর বাবলি ইমেজের জন্য তিনি বলিউডে বিশেষভাবে পরিচিত। প্রথমদিকে আমির খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় শুরু। তারপর শাহরুখ খানের সঙ্গেও তাঁর জুটি দর্শকরা ভীষণভাবে সমাদৃত করেছে।

কি..কি..কি…  কিরণ, ডর সিনেমায় শাহরুখের সেই বিখ্যাত ডায়লগ যে নায়িকাকে ঘিরে তৈরি হয়েছিল তিনি হলেন জুহি চাওলা। তিন দশক সিনেমায় কাটানোর পরও জুহি চাওলার ব্যক্তিগত জীবন সেভাবে স্পটলাইটে আসে না। তিনি যে বিবাহিত, একটা সময় জুহি তা প্রকাশ করতে চায়নি। পাছে তার ফিল্ম কেরিয়ারে প্রভাব ফেলে।

১৯৯৫ সালে মেহতা গ্রুপের চেয়ারম্যান জয় মেহতাকে বিয়ে করেন। জয় মেহতা ছিলেন এবং সদ্য তাঁর প্রথম স্ত্রীকে হারিয়ে ছিলেন। জয় মেহতার সঙ্গে একপ্রকার লুকিয়ে বিয়ে করেন বাবলি কুইন জুহি চাওলা। তিনি শুধু মেহতা গ্রুপের চেয়ারম্যান নন বর্তমানে জুহি-শাহরুখ জুটির কলকাতা নাইটরাইডারের সহ কর্ণধার।

১৯৬১ সালে ১৮ সালে জয় মেহতা জন্মগ্রহণ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সুইৎজারল্যান্ড থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৮৪ সালে বিড়লা পরিবারের মেয়ে সুজাতা বিড়লাকে বিয়ে করেন। ১৯৯০ সালে একটি প্লেন দুর্ঘটনায় সুজাতা বিড়লা মারা যান। স্ত্রী মারা যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জয় মেহতা।

সেই সময় ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের মাধ্যমে জয় মেহতার সঙ্গে আলাপ হয় জুহি চাওলার। প্রথমে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

মেহতা গ্রুপের চেয়ারম্যান জয় মেহতার মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ১৬১ কোটি টাকা। সিমেন্ট, প্যাকেজিং, হর্টিকালচার এবং বিল্ডিং তৈরির ম্যাটেরিয়াল তৈরি করে মেহতা গ্রুপ। মুম্বইয়ের মালবার হিলে মেয়ে জাহ্নবী এবং অর্জুনকে নিয়ে থাকেন জুহি চাওলা।

২০২৪ সালে জুহি চাওলা ভারতে ধনীতম নায়িকার শিরোপা পান। হুরুন রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। কলকাতা নাইট রাউডারে জুহির পার্টনার শাহরুখ খানও ধনীতম নায়কের শিরোপা পান। ২০০৭ সালে জয় মেহতা, জুহি এবং শাহরুখের সঙ্গে ৬২৪ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কেনেন। সেই সময় জয় মেহতা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমানে আইপিএল-এ নাইট রাইডার্স একটি গুরুত্বপূর্ণ দল।

জুহি চাওলা একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন একটি পার্টিতে জয় মেহতার সঙ্গে আলাপ হয়। সেই সময় জুহি চাওলার মা মারা যান। ভেঙে পড়েছিলেন জুহি চাওলা। সেই সময় জয় মেহতার মা তাঁর পাশে দাঁড়ান। অভিনয় চালিয়ে যেতে বলেন। বর্তমানে জুহির মেয়ে জাহ্নবি কেকেআর ২০২৫-এর অকশনে রিপ্রেসেন্ট করেছে। সব মিলিয়ে জুহি-জয়ের প্রায় তিন দশকের বিবাহিত জীবন। যা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আগামীতে জুহি-জয় তাঁদের ছেলে অর্জুন এবং মেয়ে জাহ্নবীকে সুন্দরভাবে জীবন কাটান।