২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুলাই ২০২৩, সোমবার
  • / 43

পারিজাত মোল্লা:  কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল। তবে কলকাতা হাইকোর্টের এক বিচারপতিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে নাপসন্দ  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সোমবার এক মামলার শুনানির সময় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ”কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না।” এর পরই তাঁর মুখে শোনা যায় মুখ্যমন্ত্রীর প্রশংসা। যদিও সরাসরি মমতার নাম নেননি তিনি। বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে উদ্দেশে করে বলেন, ”সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।”

গত শুক্রবার ভোট হিংসার আক্রান্তদলের আহত কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের সামনে বলেন, ”এই হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের পুলিশ ধরতে পারছে না। কী করে পারবে?

আরও পড়ুন: কি করেছে শুভেন্দু? অভিজিতের মন্তব্যে তোলপাড়, দুর্নীতিগ্রস্তকে আড়াল করছেন খোঁচা কুণালের

হাইকোর্ট তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে হাইকোর্টের জন্য।”

আরও পড়ুন: বিজেপি যোগের প্রবল সম্ভবনা, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা

অভিষেক এ-ও বলেন,  তাঁর এই বক্তব্যের জন্য যদি আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতে রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার কারণে এ ভাবেই বিচারপতি মান্থার সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নতুন ইনিংসের শুভেচ্ছা, খোঁচা দিয়ে প্রশ্নও করলেন কুণাল

অভিষেকের এই মন্তব্যের পরেই তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেকের এই মন্তব্য নিয়ে সোমবার হাই লকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অনেকেই ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা:  কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল। তবে কলকাতা হাইকোর্টের এক বিচারপতিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে নাপসন্দ  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সোমবার এক মামলার শুনানির সময় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ”কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না।” এর পরই তাঁর মুখে শোনা যায় মুখ্যমন্ত্রীর প্রশংসা। যদিও সরাসরি মমতার নাম নেননি তিনি। বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে উদ্দেশে করে বলেন, ”সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।”

গত শুক্রবার ভোট হিংসার আক্রান্তদলের আহত কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের সামনে বলেন, ”এই হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের পুলিশ ধরতে পারছে না। কী করে পারবে?

আরও পড়ুন: কি করেছে শুভেন্দু? অভিজিতের মন্তব্যে তোলপাড়, দুর্নীতিগ্রস্তকে আড়াল করছেন খোঁচা কুণালের

হাইকোর্ট তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে হাইকোর্টের জন্য।”

আরও পড়ুন: বিজেপি যোগের প্রবল সম্ভবনা, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা

অভিষেক এ-ও বলেন,  তাঁর এই বক্তব্যের জন্য যদি আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতে রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার কারণে এ ভাবেই বিচারপতি মান্থার সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নতুন ইনিংসের শুভেচ্ছা, খোঁচা দিয়ে প্রশ্নও করলেন কুণাল

অভিষেকের এই মন্তব্যের পরেই তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেকের এই মন্তব্য নিয়ে সোমবার হাই লকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অনেকেই ।