পুবের কলম ওয়েবডেস্কঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবেনা এসএসসি সংক্রান্ত কোন মামলা। সোমবার থেকে এই সব মামলার বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা।
শুক্রবারেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে এটি নিয়মমাফিক বদল। এই রুটিন পরিবর্তন হয়েই থাকে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হওয়ার পরেই আক্ষরিক অর্থেই তোলপাড় শুরু হয়ে যায়। এমনকি শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকেও হারাতে হয় শিক্ষিকার চাকুরী। তবে সোমবার থেকে এসএসসি সংক্রান্ত কোন মামলা আর যাবেনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
































